কালনেত্র প্রতিবেদক▪️ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চা বাগানের মেয়ে সৌরভী রায়। ছোটবেলা থেকে সে ফুটবলের প্রতি আকৃষ্ট। কিন্তু চা বাগানের মেয়ে হওয়াতে অনেক ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তবে তার খেলার নৈপূন্যতা রয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ জাতীয় ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠান ( বিকেএসপির শিক্ষার্থী)। চুনারুঘাট উপজেলার হয়ে অনেক বিজয় এনে দিয়েছে আমাদের চা কন্যা সৌরভি। সে হবিগঞ্জ জেলা দলের অধিনায়কের পাশাপাশি সিলেট বিভাগীয় দলের নেতৃত্ব দিয়েছে। সৌরভীর রয়েছে অসংখ্য ক্রীড়া পুরস্কার। বর্তমানে সে হবিগঞ্জ স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাবের হয়ে নিয়মিত খেলছে।
আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
মেধার দুনিয়া সবার।
কে সি আর/২৪