চুনারুঘাট (হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের সুন্দরপুর (করই টিলা) গ্রামের মো: হারুণ মিয়ার পুত্র ওয়াসিম মিয়া (৩১) এর মাদক সম্পৃকত্তায় অতিষ্ট এলাকাবাসি।
ওয়াসিম শৈশব থেকেই বকাটেপনার সাথে জড়িত। স্কুলের গন্ডি পেরুনোর আগেই গ্রামের নিকটবর্তী চা বাগান থাকায় সহজেই মাদক গ্রহনে সে অভ্যস্থ হয়ে পড়েছিল। পরবর্তিতে সে মাদক
বিক্রিতে জড়িয়ে পড়ে। বর্তমানে সে দেশের বিভিন্ন থানার ৮ থেকে ১০টি মাদক মামলার আসামি। বিগত কয়েক বছর আগেও সে টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার হয়ে হাজতবাস করে আসে। এমনকি গাঁজার চালান নিয়ে ঢাকা যাওয়ার পথে আশুগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল।
এছাড়াও এলাকার এক শ্রেণীর উঠতি বয়সের ছেলেদেরকে মাদকের বিনিময়ে নানা ধরণের অপকর্ম করিয়ে আসছে সে। তাছাড়া প্রতিবেশি যাদের সাথে তার খারাপ সম্পর্ক তাদেরকে মাদক মামলা ও প্রাণনাশের হুমকি দেখিয়ে আতংকিত করে রাখে। সে বলে বেড়ায় তার সাথে প্রশাসনের বিভিন্ন সেক্টরের লোকদের সখ্যতা আছে, যেকারণে সে নিজেকে ত্রাস হিসাবে আশপাশের লোকদের কাছে দাড় করিয়ে নিয়েছে।
উল্লেখিত অভিযোগের প্রেক্ষিতে এলাকায় গিয়ে জানা যায়, ওয়াসিমের অপকর্মের নালিশ তার পরিবারকে জানাতে গেলে অভিযোগকারীরা উল্টো ওয়াসিমের হাতে হেনস্থার শিকার হন। সামাজিক বিচার সালিশের প্রতিও ওয়াসিম বিন্দু পরিমান শ্রদ্ধাশীল নয়!
উল্লেখ্য যে, উক্ত ঘটনা নিয়ে চুনারুঘাট থানায় যোগাযোগ করলে এস আই লিটন রায় জানান, ওয়াসিমের নামে এপর্যন্ত অনেকগুলো অভিযোগ বিভিন্ন মারফত আমরা শুনতে পাচ্ছি। কিন্তু কেও আইনানুগ ব্যবস্থা নিলে প্রসাশন তাকে দ্রুত আইনের আওতায় নিতে বাধ্য থাকিবে।
কে সিআর/২৪