সম্পদ সঞ্চয়ের পাশাপাশি মানুষ সঞ্চয় করাটাও জরুরী—
কালনেত্র ডেস্কঃ আমাদের সকলের জীবনেই দিনশেষে খুব কাছের একটা মানুষ থাকা একান্ত দরকার।
গভীর রাত, বিছানায় এপাশ ওপাশ করেও যখন চোখে ঘুম আসেনা। তখন ফোন হাতে আমরা একটা নিজের মানুষ খুঁজি, তন্ন তন্ন করে খুজেও যখন একটা নিজের মানুষ পাওয়া যায়না, এরচেয়ে বড় অসহায়ত্ব জীবনে আর নেই।
মাঝেমধ্যে ইচ্ছে করে কাউকে নক করে বলি, তোমার কি একটু সময় হবে? কথা বলবো। এভাবেই দিন দিন আমাদের আরো বয়স হবে। আমরা একা থেকে আরও একা হতে থাকবো। তখন ভাড়া করেও নিজের একজন মনের মানুষ পাবো না। যাকে বলা যাবে একটু সময় হবে?
তাই মানুষ ধরে রাখতে জানাটাও জরুরী।
কেসিআর/২৪