চুনারুঘাট প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আমুরোড বাজার সংলগ্ন করই টিলা/সুন্দরপুর গ্রামটি নালুয়া ও আমু চা বাগান বেষ্টিত হওয়ায় বর্ডারের সাথে যোগাযোগ ব্যবস্থাটা সুবিধা জনক। তাছাড়া ওই গ্রামে হাতে গুণা কয়েকটি সম্ভ্রান্ত পরিবার থাকলেও অধিকাংশ পরিবারই দিনমজুর ও ভুমিহীন ছিল। একসময় ওরা বর্ডার থেকে কাঠাল, আনারস, বাশ, কেরসিন, চা পাতা, গরু, পেঁয়াজ ইত্যাদি এনে স্থানীয় বাজারে বিক্রি করতো। যেকারণে বর্ডারের সাথে ওদের যোগাযোগ পুরনো। সে সুবাধে পুরনো সম্পর্ককে কাজে লাগিয়ে এখন ওরা অধিক লাভজনক ব্যবসা মাদক পাচারে জড়িয়ে পড়েছে। আর এই জড়িতদের মধ্যে পুরনো লোকদের চেয়ে শিক্ষিত বেকার যুবকদের আধিপত্যই এখন বেশি ৷ তবে সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে ছোট ব্যবসায়িরা পাচার কার্যে কিশোরদরে ব্যবহার করছে!
মাদক ব্যবসা ও মাদক পাচার মামলায় করই টিলা গ্রামে যারা প্রশাসনের কাছে লিস্টেড তাদের মধ্যে বিশেষ করে হাছন আলী, আ: আজিজ ওরফে আইজ্জা পাগলা, ওয়াসিম মিয়া, শিরন মিয়া, আ: মজিদ, সিরাজুল ইসলাম ও শামছুল হক প্রমুখরা উল্লেখযোগ্য।
উল্লেখ্য যে, কিছুদিন আগেও যে গ্রামের অধিকাংশ বসত বাড়ি ছন বাশের বা কাদা মাটির ছিল; কোনো চাকুরীজীবি নেই, এখন সেখানে নতুন নতুন দালান ঘর আর দামী দামী মোটর সাইকেলের মালিকরা বাউন্ডারি বেষ্ঠিত বাড়িতে বাস করছে!
দেশ বিরোধী, সমাজ বিদ্ধুষি এমন হীন ব্যবসায় গুটা কয়েক ব্যক্তির বিলাসী ভবিষ্য হয়তো গড়ে উঠে কিন্তু সমাজ ও আগামী প্রজন্ম সন্ত্রাস, মাদক এবং অশ্লীলতার ভয়াবহতা ভয়ংকর রূপ ধারণ করবে।
আইনের শাসন ও সুশীল সমাজের প্রয়াস বাস্তবায়ন হওয়া একান্ত জরুরী। অন্যতায় বিপর্যয় অবিসম্ভাব্য!
কেসিআর/২৪