কালনেত্র ডেক্স▪️ আমার স্বাধীনতা অবশ্যই অন্যের স্বাধীনতা দ্বারা সংকোচিত হবে! সকলের স্বাধীনতা সংকোচিত হওয়ার পর যেটুকু স্বাধীনতা অবশিষ্ট থাকে সেটুকুই পরস্পরের অধিকার!
ব্যক্তির অধিকার হলো পারস্পরিক সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত কল্পে প্রথা-আইন-নিয়ম-বিধি দ্বারা "স্বাধীনতার" ফিল্টারিং পূর্বক প্রাপ্ত স্বাধীনতা! অধিকার হলো ব্যক্তির স্বাধীনতার একটি রেঞ্জ যা অন্যের অধিকারকেও অক্ষুন্ন রাখে।
রিলেটিভিটিভিস্টিক জগতে আপনি যে স্পেস-টাইম দখল করেন একই সময়ে সেই স্পেস-টাইম অন্য কেউ দখল করেনা! আর এই স্পেস-টাইমকে কেন্দ্র করেই ফিজিক্সের "ল"এর মত সামাজিক-রাজনৈতিক প্রথা-আইন-নিয়ম-বিধির সৃষ্টি।
আপনার চিন্তার স্বাধীনতা অসীম যা আপনার ফিফ্থ-সেন্স রেঞ্জের সীমায় সীমিত কিন্তু বাক ও কর্মের স্বাধীনতা সামাজিক-রাজনৈতিক আইন দ্বারা সীমিত।
আর এই সীমার মধ্যেই আপনার সুখ ও দুঃখ।
কে সিআর/২৪