কালনেত্র লাইফস্টাইলঃ বিয়ের পর মহিলারা সবথেকে বেশি কী সার্চ করেন গুগলে? সেই তথ্যই প্রকাশ্যে এসেছে। নববিবাহিত মহিলাদের গুগল সার্চ আপনাকে চমকে দিতে পারে। জেনে নিন বেশি বেশি কী সার্চ করে থাকেন তাঁরা...
বিয়ের পর প্রতিটি মেয়ের জীবনই পুরোপুরি বদলে যায়। এই পরিস্থিতিতে বিয়ের পরে মেয়েদের মনে নানা প্রশ্ন আসতে থাকে। এখন সবাই কোনও প্রশ্ন মনে এলেই কাউকে জিজ্ঞাসা করার আগেই গুগলে সার্চ করেন। তাই বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও এই নিয়ম পরিবর্তন হয় না। মনে প্রশ্ন এলেই তাঁরা প্রথমে তা গুগলে সার্চ করেন। সম্প্রতি গুগল সার্চের একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে। গুগলের এই ডেটা প্রকাশ্যে আসার পরেই হইচই পড়ে গিয়েছে। এই রিপোর্টে দেখা গিয়েছে, বিয়ের পর মহিলারা গুগলে সবচেয়ে বেশি কী সার্চ করেন…
মেয়েদের সার্চ হিস্ট্রিতে উঠে এসেছে এই তথ্য…
গুগলের প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, মহিলারা তাঁদের স্বামীর পছন্দের বিষয়টি জানতে চান। এটিই সবচেয়ে বেশি সার্চ করেন তাঁরা। বিয়ের পর প্রতিটি নারীর মনেই প্রশ্ন থেকে যায় কীভাবে তাঁর স্বামী এবং পরিবারের মন জয় করা যায়। এছাড়াও স্বামীর পছন্দ- অপছন্দ জানার দিকেও তাঁদের আগ্রহ থাকে। এর সঙ্গে স্বামীদের মন জয় করার উপায়ও বিবাহিত মহিলাদের সার্চ হিস্ট্রিতে পাওয়া যায়।
কে সিআর/২৪