মোস্তফা মোরশেদ◾ multi-cultural মানুষের সাথে নামাজ পড়লে দেখা যাবে কেউ বুকে, কেউ নাভির নিচে, কেউ হাত না বেঁধেই দাঁড়িয়েছেন। কেউ জোরে আমিন বলছেন, অনেক জোরে, আপনি বিরক্ত হতে পারেন। এগুলো ইসলামে খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়। এগুলো নিয়ে অহেতুক তর্ক করার কোনো আবশ্যকতা নেই। এরকম হাজারো ইস্যু রয়েছে।
▶️ ওয়াজের নামে ইউটিউবকেন্দ্রিক যে নতুন ধারা শুরু হয়েছে তার অধিকাংশই ইসলামের অংশ নয়। এখানে কোনো গাম্ভীর্য নেই, আল্লাহ ও নবীজি (সাঃ) এর স্মরণ নেই। এগুলো দায়িত্ব নিয়ে বর্জন করতে হবে।
▶️ ইসলামকে আমরা অন্যের জন্য কঠিন আর নিজের জন্য সহজ করে নিয়েছি। উল্টাটা হওয়ার কথা ছিল। উদাহরণ দেই, নিজের উপর কোনো বিপদ আসলে বলি সেটা আল্লাহর পরীক্ষা আর অন্যের উপর হলে সেটা আজাব।
▶️ ইসলাম ও গণতন্ত্র, ইসলাম ও সামাজিক ন্যায় বিচার, ইসলাম ও সমাজতন্ত্র ইত্যাদি বিষয় অপ্রাসঙ্গিক। বলা হয়, ইসলাম হলো complete code of life. একটা উদাহরণ দেই। আপনি টয়লেটে বাম পা এর পরিবর্তে ডান পা দিয়ে প্রবেশ করলে আপনার টয়লেট হওয়া বা পেটে সমস্যা কিংবা অন্য কোনো সমস্যা হবে না। বাম কিংবা ডান যে পা দিয়েই প্রবেশ করেন বাহ্যিকভাবে কোনো অসুবিধা নেই। কিন্তু ইসলামের বিধান বলছে বাম পা দিয়ে প্রবেশ করতে – এটাই complete code of life.
▶️ ইসলাম হলো স্বীকৃত সর্বশেষ ধর্ম। আপনি যদি আপনার মোবাইল ফোনের latest model ব্যবহার করেন তাহলে এখানেও তা-ই করবেন।
▶️ সর্বশক্তিমান আল্লাহকে তাঁর গুণাবলীসহ জানতে ও মানতে হবে – এটাই ইসলাম। আর নবীজি (সাঃ) সে পথ আমাদের দেখিয়ে দিয়েছেন।
মোস্তফা মোরশেদ
Deputy secretary at ministry of public administration.
কে সিআর/২৪