লস্করপুর রেলওয়ে স্টেশন এর আত্মকথা— দৈনিক কালনেত্র
লস্করপুর রেলওয়ে স্টেশন হবিগঞ্জের বাহুবল উপজেলায় অবস্থিত চা বাগান অধ্যূষিত একটি রেলওয়ে স্টেশন।
১৮৯২ সালে ইংল্যান্ডে গঠিত আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি এদেশে রেলপথ নির্মাণের দায়িত্ব নেয়।
১৮৯৫ সালের ১ জুলাই চট্টগ্রাম থেকে কুমিল্লা ১৫০ কি.মি. মিটারগেজ লাইন এবং ১৮৯৬ সালে কুমিল্লা- আখাউড়া- শাহবাজপুর রেলপথ স্থাপন করা হয়। এসময় কুমিল্লা-আখাউড়া-শাহবাজপুর লাইনের স্টেশন হিসেবে লস্করপুর রেলওয়ে স্টেশনটিও তৈরি করা হয়।
এক সময়ের প্রাণচঞ্চল স্টেশনটিতে বর্তমানে দূরপাল্লার কোনো ট্রেন বা লোকাল ট্রেন না থামায়, যাত্রী উঠা-নামার সুযোগ না থাকায় পরিত্যাক্ত অবস্থায় স্টেশনটি তার প্রাণ হারাতে বসছে।
কে সিআর/২৪