মোঃ ফজলুল কাদির, হবিগঞ্জ◾ সুদের ব্যবসা শুধুমাত্র আর্থিক শোষণ নয়, এটি সমাজের অভাবগ্রস্থ মানুষের জন্য একটি ধ্বংসাত্মক হাতিয়ার। এর ফলে মানুষের জীবনে দারিদ্র্যতা আরও গভীর হয় এবং উন্নতির পথ রুদ্ধ হয়ে দাড়ায়।
দুঃখের বিষয়, সমাজের কিছু কিছু মসজিদের ইমাম সাহেবও এই সুদ ও ঘুষের কুপ্রভাব থেকে মুক্ত নন। টাকার লোভে তারা সুদ ও ঘুষকে বৈধতা দেন এবং এমন ধারণা প্রচার করেন যে, টাকায় রহমত নেমে আসে। টাকার লোভে নৈতিকতা বিসর্জন দেওয়া চলবে না। এভাবে সমাজ চলতে পারে না, এতে আমাদের মূল্যবোধ ও নৈতিকতা নষ্ট হয়।
সুদের ব্যবসার ফলে সমাজের নীচু স্তরের মানুষ আরও নিঃস্ব হয়ে পড়ে এবং অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি পায়। যারা এই ব্যবসায় জড়িত, তারা সমাজের অমঙ্গল সাধন করছে। তাদের প্রতিরোধ করা উচিত। আমাদের দায়িত্ব হলো, এই ধরনের অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং তাদেরকে সামাজিকভাবে বর্জন করা।
সুন্দর ও সুষ্ট সমাজ গঠনের লক্ষ্যে আমাদের সকলের উচিত সুদ ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এবং এই ব্যবসায় জড়িতদের সামাজিকভাবে বর্জন করা। এতে করে আমরা একটি ন্যায়পরায়ণ ও উন্নত সমাজ গড়ে তুলতে পারব, যেখানে সবার জন্য সমান সুযোগ এবং ন্যায় ভিত্তিক জীবনযাপন নিশ্চিত হবে।
এসো তরুণ গর্জে উঠি, সুদ মুক্ত সমাজ গড়ি।
মো: ফজলুল কাদের
কে-সিআর/২৪