কালনেত্র প্রতিনিধি◾ পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির গলাচিপা জোনাল অফিসের লামনা অভিযোগ কেন্দ্রের লাইনম্যান জনাব মোঃ আলতাফ হোসেনের উদ্যোগে একটি নিঃসন্তান, অস্বচ্ছল পরিবারকে নতুন বিদ্যুৎ সংযোগসহ একটি বৈদ্যুতিক মিটার, একটি সিলিং ফ্যান ও গায়ে পরিধানের জন্য কিছু শাড়ী লুঙ্গি নিয়ে পাশে দাড়িয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, বকুলবাড়িয়া ইউনিয়নের শরিফ বাড়ি স্টানে বুরজুগ আলি চৌকিদার একজন অসহায় ও দরিদ্র মানুষ। তিনি স্ত্রীসহ একটি খুপরি ঘরে কোন রকম জীবন যাপন করেন।
বৃদ্ধ বুরজুগ আলি চৌকিদার টাকার জন্য ঘরে বিদ্যুতের মিটার নিতে পারছিলেন না। আর এই কথাটি লামনা অভিযোগ কেন্দ্রের লাইনম্যান আলতাফ হোসেনের কাছে দুঃখের সাথে ব্যক্ত করলে, জনাব আলতাফ হোসেন বৃদ্ধকে বিদ্যুত সংয়োগের মিটার ও সিলিং ফ্যানের ব্যবস্থা করে দিবেন বলে আশ্বস্থ করেন।
পরবর্তিতে এর কিছুদিন পর জনাব আলতাফ হোসেন ওই বৃদ্ধার বাসায় একটি মিটার, একটি সিলিং ফ্যান ও কিছু শাড়ী লুঙ্গি নিয়ে হাজির হন।
জনাব মোঃ আলতাফ হোসেনের এমন মহানুবতা স্বীকার করে স্থানীয় লোকজন জানান- আলতাফ হোসেন একজন অতান্ত্য ভালো হৃদয়ের মানুষ। তিনি যেটুকু সহায়তা করেছেন, আমরা এলাকার মানুষজন তার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ।
আমরা দোয়া করি জনাব আলতাফ হোসেন সাহেব যেন মানুষের সেবায় সবসময় এভাবে এগিয়ে থাকতে পারেন।
কে-সিআর/২৪