চুনারুঘাটের জারুলিয়ায় টমটমের ব্যাটারি চুরি’র হিড়িক- কালনেত্র
নিজস্ব সংবাদদাতাঃ চুর শফিক আটক। অভিযান চালিয়ে গাজীপুর ইউনিয়নের জারুলিয়া বাজারের পার্শ্ববর্তি পতিত পুকুরে মিলছে চারটি ব্যাটারি।
আলী হোসেন নামের একজনকে উত্তম মাধ্যম দিয়ে থানায় সোদর্প করেছেন কবির মেম্বার। জিজ্ঞাসাবাদে মিলছে চাঞ্চল্যকর আরও তিন জনের নাম। এরমধ্যে একজন জারুলিয়া বাজারের পাহারাদার। নৈশ পাহারাদারের সংশ্লিষ্টতায় আতংকে ব্যবসায়িকরা।
তবে দুঃখজনক বিষয় হলো- চুরির সাথে জড়িত যে চার জনের নাম উঠে এসেছে খোঁজ নিয়ে জানা যায় এদের প্রত্যেকেই মাদক সেবনকারি; ইয়াবা আসক্ত, গাঁজাখোর!
আর ওইসব মাদকদ্রব্য জারুলিয়া বাজারে বসেই বিক্রি করছে কসাই আলমঙ্গীর।
আস্তানা হিসাবে মাদকসেবীরা ব্যবহার করছে বাজার সংলগ্ন নুরুজ্জামানের বাড়ির কিস্তিঘর!
এমতাবস্থায় সমাজের কর্তা ব্যক্তিরা মনে করছেন- এলাকার চুরি, ডাকাতি, দাঙ্গা, ফাসাদ নিয়ন্ত্রণে সবার আগে মাদক নির্মুল জরুরি।
সন্ত্রাস, মাদক ও অশ্লীলতা রোধ করা ছাড়া সুন্দর সমাজ অসম্ভব।
কে-সিআর/২৪