হুজুর সমীপে— এক (০১)
বরাবর,
সৈয়দ লিয়াকত হাসান
উপজেলা চেয়ারম্যান, চুনারুঘাট, হবিগঞ্জ।
বিষয়ঃ রাস্তা সংস্কার প্রসঙ্গে
জনাব, সবিনয় নিবেদন এই যে, আমরা চুনারুঘাট উপজেলার ২নং আহাম্মদাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শরীফপুর গ্রামের বাসিন্দা। বহুদিন যাবত অবহেলিত শরীফপুর গ্রামের একমাত্র চলাচলের মাটির রাস্তাটি বর্ষায় হয়ে যায় বেহাল দশা। শুকদেবপুর গ্রামের একাংশ সহ শরীফপুর গ্রামের প্রায় ৫০টি পরিবার এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। দিনের পর দিন ভর্তুকি দিচ্ছি রাস্ট্রকে কিন্তু নিজের এলাকার কোনো উন্নয়ন আজও দেখতে পাইনি। আমাদের গ্রামের রাস্তাটি ইটসলিং করে দিলে আমরা সাধারণ মানুষ অনেক উপকৃত হব। আশা করি আপনি আমাদেরকে বঞ্চিত করিবেন না।
অতএব, বিনীত প্রার্থনা উক্ত রাস্তাটি ইট সলিং করে দিলে আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকিব।
নিবেদক
অত্র এলাকার ভোটারগণ
কে-সিআর/রাস্তাসংস্কার/২৪