1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ন

মেধাবীরা আমাদের কোন বাংলাদেশে ফেরত নিতে চায়?

আসাদ ঠাকুর
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে

আসাদ ঠাকুর◾ জঙ্গিবাদে বাংলাদেশের ভবিষ্যৎ নেই এটা আমরা আবার দেখলাম, ২/৩ দিনের ব্যবধানে ৮ হাজার কোটি টাকার রাষ্ট্রিয় সম্পদের বিনাশ !

এর আগেও দেখেছি হলি আর্টিজানে জাপান-ইটালির প্রকৌশলীদের হত্যা, ২১ আগস্ট হামলা, ড. কিবরিয়া ও আহসান উল্লাহ মাস্টার হত্যা, বিচারকদের অপর হামলাসহ অসংখ্য জঙ্গি হামলা দেখেছি। সেই জঙ্গিবাদের অভিজ্ঞতা থেকে জাতি সিদ্ধান্তে আসে জঙ্গি ও জঙ্গিবাদের মোকাবেলা ছাড়া দেশের ভবিষ্যৎ নেই, উন্নতির আশা নেই। এই বিশ্বাসে সেনাবাহিনী বিগত দিনগুলিতে শেখ হাসিনার পাশে দাঁড়ায়। ব্যবসায়ীরা শেখ হাসিনার পাশে দাঁড়ায়। আমলা, সংস্কৃতিকর্মী সবাই শেখ হাসিনার পাশে দাঁড়ায়। জাতীয় ঐক্যমত্য নিয়েই শেখ হাসিনা দেশ চালাচ্ছিলেন এবং দেশ এগিয়েছেও অনেক।

বাংলাদেশের উন্নয়ন এখন bangladesh paradox হিসেবে বিশ্বে পরিচিত। জাতির পিতা বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের আদর্শ ও অর্জন মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বাস্তবায়নের মাধ্যমে অহিংস/শান্তিপ্রিয়, দারিদ্রমুক্ত ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলস কাজ করেছেন জাতির পিতার কন্যা শেখ হাসিনা। পদ্মাসেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, চট্টগ্রাম-কক্সবাজার, ঢাকা-ফরিদপুর নতুন রেল লাইন, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র ও তাপ বিদ্যুৎ কেন্দ্রসহ অনেক মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে ও হচ্ছে। যা এক সময় এদেশের জন্য কল্পনাতীত ছিল। ভৌত উন্নয়ন যেমন হচ্ছে তেমনি মানবিক উন্নয়নের জন্য আশ্রয়ণ প্রকল্প, পল্লী স্বাস্থ্য কেন্দ্র হয়েছে। উন্নয়নের পাশাপাশি কিছু মানুষ দুর্নীতি করে ভাগ্য গড়েছে। তবে মনে রাখতে হবে ৯ বিলিয়ন ডলারের জিডিপি এখন ৪ শর উপরে পৌঁছেছে।

দুর্নীতির অভিযোগ আছে অস্বীকার করছিনা, দুর্নীতির অভিযোগ আর প্রমাণিত দুর্নীতি তো এক নয়। হাসিনা বার বার বলতেন দুর্নীতি ধরে ধরে তো দুর্নীতিবাজ হয়ে গেলাম! তোমরা বলছো সরকার শুধু দুর্নীতিই করেছে, সরকার যদি শুধু দুর্নীতিই করতো তাহলে ৯ বিলিয়নের অর্থনীতি ৪২০ বিলিয়ন ডলার হয় কিভাবে? মেধাবীরা যদি দুর্নীতিবাজ ধরতে চান তাহলে গুগলে লিখেন ‘siemens fined for bribery to get business illegally in Bangladesh’, দেখবেন গুগল কি রেজাল্ট দেয়। কোন সময়ের হিসেব কোন ঘটনার জন্য ফাইন। তারা এই কাজটি আর্জেন্টিনা, ভেনিজুয়েলা ও বাংলাদেশ ৩ দেশেই করে। প্রতি দেশের অপরাধের জন্য $500,000 করে মোট $450 million ফাইন দিতে রাজি হয়! এই সব তথ্য অস্থির প্রজন্মের জানার কথা না। নিজে নিজে সার্চ করে দেখেন না কি আসে? যদি সময় থাকে পড়ে দেখেন কি আসে ব্রাউজারে। খালেদা জিয়ার আরেক ছেলের পাচার করা টাকা সিঙ্গাপুর ফেরৎ দেয়। এগুলো সব well documented.

এখন কথা হলো তোমরা এখন বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চাও? take back bangladesh নামে আদতে সেই জঙ্গিবাদের মহোৎসবে নাকি! আসলে অনেকে চায়, টেক ব্যাক পাকিস্থান। আমরা বুঝি, ভালো করেই বুঝি বাংলাদেশের উন্নয়ন অনেকের সয় না। তাই মেট্রোরেলে হামলা, পদ্মাসেতু ভাংতে না পেরে সেতু ভবনে হামলা! জাতির এই সংকটে দায় কার? করনীয় কি? একদিন যারা এগিয়ে এসেছিলেন এই বিশ্বাস থেকে যে, জঙ্গিবাদের মোকাবেলা ছাড়া দেশের উন্নতির আশা নেই, তাদেরকেই এখন এগিয়ে আসতে হবে। দেশের পাশে দাড়াতে হবে আগে যেমন দাড়িয়ে ছিলেন। না হলে ব্যর্থ হবে যা কিছু অর্জন করেছেন আপনি এবং আপনার পূর্ব পূরুষেরা; ৭১ কিংবা তারও আগে—

কেননা তাই আদর্শের লড়াই কখনও শেষ হয় না।

কে/সিআর/২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট