কালনেত্র প্রতিবেদকঃ জাতি হিসেবে আমরা অনেক আগেই গড়ে উঠেছি, কিন্ত তা রাষ্ট্রীয় মর্যাদা পায় নাই! আর রাষ্ট্রীয় মর্যাদা যদি পাই ও তবে তার স্বীকার আমরা অনেকেই করতে পারবো নাহ।
সংবিধানে লেখা আছে জাতি হিসেবে আমরা বাংগালী কিন্ত আমাদের জাতীয়তা বাংলাদেশী। এই একটা বিষয়েই সকল কিছু নিবন্ধিত।
এখন আসি ক্যানো স্বীকার করতে পারবো নাহ তার কারন হিসেবে নিচের প্রেক্ষাপট বিবেচনায় রাখা জরুরি ।
এই ভারতবর্ষে জাতীয়তাবাদ বলে কিছু নেই, কিন্ত এর নিজস্ব স্বকীয়তা আছে। সেটাকে জাতীয়তাবাদ হিসেবে আমরা চালাতে পারি না। জাতীয়তাবাদ রাজনৈতিক টার্ম যার মার্কেট ভ্যালু আছে। এই ভ্যালু বর্তমানে চলমান রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক একই সাথে সাংস্কৃতিক সংকটের সময় প্রচন্ডরকম বাড়তি।
কিন্ত এই জাতীয়তার পোশাক আমরা ভারতবর্ষে চালাই। এবং অদ্ভুত ভাবে, এই জাতীয়তা এবং নিজস্ব স্বকীয়তার মধ্যে পার্থক্য নিরুপন করতে পারি নাহ বলেই এই সংকটের দিনগুলো দেখা লাগে।
নিজস্ব স্বকীয়তা কি বা ক্যানো আমি নতুন করে এই শব্দ আমদানি করলাম তা বর্তমান বৃহৎ রাজনৈতিক দল আওয়ামীলীগ এর প্রতিষ্ঠাতা পরিবার শেখ পরিবারের সাথে সম্পর্কিত।সেই সম্পর্ক পরে ব্যাবচ্ছেদ করা গেলেও আগে স্বকীয়তা আর জাতীয়তাবাদের পার্থক্য আমরা আগে ব্যবচ্ছেদ করি।
স্বকীয়তা এমন একটা বিষয় যা সরাসরি মাটির সাথে সম্পর্কিত। যে দেশে, যে মাটি থেকে যাদের জন্ম হয় সেই মাটির আলাদা বৈশিষ্ট্য থাকে। এই দেশের আবাহাওয়া নদীর কলতান সকল কিছুর বৈশিষ্ট্যই জিনোমে ধ্বনিত হয়েই একটা শিশু আলো দেখে পৃথিবীর। এই স্বকীয়তা যারা বুঝতে পারে তারা চায় সেভাবেই সকলকে বুঝাতে না বুঝলেও চেষ্টা করে বোঝানোর তা যে উপায়তেই হোক।
কিন্ত নিজস্ব স্বকীয়তা যখন কিছু মানুষের হাইজ্যাকড হয়ে যায় তখন তাদের মাঝে যা থাকে সেটাকে আমরা জাতীয়তাবাদ বলেই জানবো।
এই স্বকীয়তা নিজের মাঝে ধারণ করে আসবে যে যে মানুষ তাদের কোনোভাবেই আমরা জাতীয়তাবাদী বলতে পারি নাহ। বড়জোর এই অঞ্চলের মানুষ বলতে পারি।
স্বকীয়তার পরিচয় বহনকারী সকল মানুষজনকে চেনা বা জানার জন্য হলেও যদি জাতীয়তাবাদ হাইজ্যাকড হয় তবে রাষ্ট্রের ক্ষতি হয় না। স্বকীয়তা হাইজ্যাকড হলেই যত ক্ষতি। আমাদের স্বকীয় মানুষ এবং স্বকীয়তা হাইজ্যাকড হয়েছে, এবং যা রয়েছে জাতীয়তাবাদ ছাড়া আর কিছুই নাহ।
এই জাতীয়তাবাদের প্রতিষ্ঠার দায়িত্ব যারা নিয়েছে তারা নিজের মানুষকে ভুল বুঝেছি। এবং নিজদের মানুষের জন্য ভুল করবে এটাই স্বাভাবিক।
চলবে…..
নিরুপম আজাদ। ১০ই আগষ্ট, ২০২৪
কে/সিআর/২৪