কালনেত্র◾ হবিগঞ্জ জেলার সকল ইউনিটে কর্মরত পুলিশ সদস্যগণ কাজে যোগদান করে পুলিশি কার্যক্রম শুরু করেছেন।
এ উপলক্ষ্যে বুধবার (১৪ আগস্ট ২০২৪খ্রি.) হবিগঞ্জ জেলার অফিসার ফোর্সদের বিভিন্ন দিকনির্দেশনা দেন পুলিশ সুপার জনাব আক্তার হোসেন। এরপর বাংলাদেশ সেনাবাহিনীর ৩৬০ পদাতিক ব্রিগেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আলী হায়দার সিদ্দিকী জেলার চুনারুঘাট ও শায়েস্তাগঞ্জ থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের সাথে কথা বলেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন ৬ ব্রিগেড এর কমান্ডিং অফিসার মেজর মোঃ শাহীন আলম, অফিসার ইনচার্জ চুনারুঘাট থানা, অফিসার ইনচার্জ শায়েস্তাগঞ্জ থানা ও সাংবাদিকবৃন্দ।
কে/সিআর/২৪