অনলাইন ডেস্কঃ গ্রামীণ ব্যাংক ও আমার জীবন বইটি ড. মুহাম্মদ ইউনুসের আত্মজীবনী। সংশোধিত সংশোধনসহ বইটিতে ২০০৪ সাল পর্যন্ত ঘটনাবলী সংযোজিত হয়েছে। ড. মুহাম্মদ ইউনুসের নোবেল পাওয়ার আগেই বইটি রচিত।
কোনো পাঠক যদি ড. মুহাম্মদ ইউনুসের মন মানসিকতা, কাজের ধরন, গ্রামীণ ব্যাংক গঠনের ইতিহাস, পড়াশোনা, বাল্যকাল সম্পর্কে জানতে আগ্রহী হোন গ্রামীণ ব্যাংক ও আমার জীবন বইটি পড়লে কিছুটা জানতে পারবেন।
জোবরা গ্রামের ইতিহাস। কিভাবে এই গ্রাম থেকে গ্রামীণ ব্যাংক উঠে এসেছে তাও এই বইটিতে রয়েছে। এখন যে উপদেষ্টা নুরজাহান রয়েছেন ওনি ড. মুহাম্মদ ইউনুসের ছাত্রী ছিলেন। ওনিই গ্রামে গিয়ে মহিলাদেরকে বুঝাতেন।
বইটি মূলত লেখা হয়েছে ফ্রেঞ্চ ভাষায়।পরে ইংরেজীতে অনুবাদ হয়েছে। ২০০৪ সাল পর্যন্ত বইটি ২০টি ভাষার উপরে অনুবাদ হয়েছে।
লেখকের ছোট ছোট অনেক ঘটনাবলী বইতে উঠে এসেছে যেগুলো গল্পের আকারে লিখেছেন। বইটিতে লেখকের উপর চমৎকার তথ্যাবলী রয়েছে।
কে/সিআর/২৪