প্রতিবেদক
শফিকুর রহমান শফিক◾
আজ ১৫ দিন হল, অতিকায় এক দানবী, এক খানে দাজ্জাল , ফেরাউনের চেয়েও বড় এক মহিলা ফেরাউন, ইয়াজুজ মাজুজের গোষ্ঠী আর অসংখ্য নরপিচাশের হাত থেকে আমাদের প্রিয় জনম দুঃখী বাংলাদেশ মুক্তি পেয়েছে।
বাংগালি জাতির ইতিহাসে এত নিকৃষ্ঠ মানুষরূপী জানোয়ার আর কখনো বাংলাদেশের মসনদে আসীন হয় নাই। সে আমাদের সম্পূর্ণ জাতিকে জিম্মি করে ফেলেছিল, কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, অসংখ্য মানুষকে চিরদিনের জন্য গুম করে ফেলেছে, হাজার হাজার মানুষকে পাখীর মত গুলি করে মারিয়েছে, বাংলাদেশের ১১ লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে, ব্যাংকিং খাত ধ্বংস করে ফেলেছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে বাংলাদেশীদের একটি প্রতিবন্ধী জাতিতে পরিণত করেছে এবং বাংলাদেশকে ভারতের তাঁবেদার রাষ্ট্রে পরিণত করেছিল।
এ ক্ষণে হাসিনা নামটি এতই ঘৃণিত হয়েছে যে আমার মনে হয়, আগামী এক হাজার বছর কোন মেয়ের নাম কোন বাবা মা আর হাসিনা রাখবে না। মোট কথা, হাসিনা নামটি তীব্র ঘৃণার এক প্রতীক হয়ে টিকে থাকবে।
কে/সিআর/২৪