নিজস্ব সংবাদাতা◾
চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের খোয়াই নদীর তীরবর্তি বাসিন্দাদের মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্থ রাজার বাজার, আশ্রাবপুর, গঙ্গানগর, কোটবাড়ি ও বনগাও আশ্রয়ন প্রকল্পের ১৬০টি পরিবারের মধ্যে প্রবাসী ও আওয়ামীলীগ নেতা হারুণুর রশিদ তালুকদার রঙ্গুর অর্থায়নে ১ কেজি মুড়ি, ১ কেজি চিড়া, ১ লিটার পানি, আধা কেজি চিনি, আধা কেজি বিস্কুট ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণের সার্বিক দায়িত্বে ছিলেন ইউনিয়ন ছাত্রলীগ নেতা রুবেল তালুকদার, রাজিব দেব ও লাল মিয়া তালুকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ডের মেম্বার জনাব মাসুক ভুইয়া, ১নং ওয়ার্ডের মেম্বার জনাব আঃ রউফ সাহেব, পশু চিকিৎসক আঃ মুকিত মানি, মায়ের দোয়া বাইক হাউজের সত্বাধিকারী আক্তার মোল্লা, তরুণ ব্যবসায়ি শাহিন মিয়া, শেখ সুমন ইসলাম ও ইমন মিয়া সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
উপস্থিত ব্যক্তিদের মধ্যে আঃ রউফ ও মাসুক মেম্বার, আঃ মুকিত মানি ও আক্তার মোল্লা তাদের বক্তব্যে দেশের মানুষের কঠিন দুঃসময়ে হারুণুর রশিদ রঙ্গুর এই সহযোগিতার ভূয়সি প্রশংসা করেন।
উল্লেখ্য যে, জনাব হারুণুর রশিদ রঙ্গু সমাজের গরীব দুঃখি অসহায় মানুষদের আর্থিক সহযোগিতা সহ প্রত্যেক ঈদ উৎসব ও রমজান মাসে জুড়ে এমন সব সহযোগিতা দীর্ঘদিন যাবৎ করে আসছেন বলে বক্তৃরা বলেন।
কে/সিআর/২৪