প্রতিবেদক
মুহাম্মদ সুমন, চুনারুঘাট◾
টানা বৃষ্টি আর ভারতের উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নিম্নাঞ্চল। পানি বন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন সরকারি আশ্রয়ণ প্রকল্পের প্রায় ২৫০টি পরিবার। তাদের কষ্ট লাগবে এগিয়ে এসেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন 'আত্মার আত্মীয় পাগলা সংঘ' চুনারুঘাট।
এরইমধ্যে অত্র উপজেলার রাকী ও বড়াব্দা আশ্রয়ণ প্রকল্পের ১৩০টি পরিবারে শুকনো খাবার, ঔষধ ও খাওয়ার স্যালাইন পৌঁছে দিয়েছে সংগঠনটি। এতে অর্থায়ন করেছেন ফ্রান্স প্রবাসী রাহুল আহমেদ নানু, কাতার প্রবাসী ব্যবসায়ী মাহমুদুল হাসান শিবলী ভূঁইয়া, আয়ারল্যান্ড প্রবাসী আলী আহমদ ও ডুবাই প্রবাসী মোহাম্মদ ফয়সল।
অত্র সংঘের অন্যতম সদস্য মোঃ আনিসুজ্জামান সুমন বলেন, আমরা সবসময়ই চেষ্টা করি সাধারণ মানুষের বিপদে পাশে থাকতে। আমাদের ডাকে সাড়া দিয়ে প্রবাসী বন্ধুরা সবসময় পাশে থাকেন, তাদের সহযোগিতা নিয়েই আমরা সামাজিক কর্মকাণ্ডগুলো পরিচালনা করে থাকি।
উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন ডিজিটাল সাইন এর সত্বাধিকারী মোহাম্মদ সুমন, মোঃ জহির মিয়া, মোঃ সুন্দর আলী, জমশের আলী ও মোতাব্বির হোসেন। এসময় স্থানীয় যুবকরাও ত্রাণ বিতরণ কার্যক্রমে নৌকা দিয়ে সহযোগিতা করেন। সংঘের সদস্যরা বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগে "আত্মার আত্মীয় পাগলা সংঘ" অসহায় মানুষের পাশে আছে, ভবিষ্যতেও থাকবেন।
উল্লেখ্য যে, আজকেও বন্যা দূর্গত দুইটি আশ্রয়ণে উক্ত সংঘের ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত আছে।
কে/সিআর/২৪