কালনেত্র প্রতিবেদক◾
ইন্টারনেটের যুগে ডেটিং নিয়ে মেয়েদের মনে ভয়ভীতি কাজ করাটা স্বাভাবিক। উন্নত দেশগুলোতে তো প্রেম হওয়ার আগেই ডেটিং প্রথা চালু আছে! কিন্তু আমাদের মতো দেশগুলোতে সম্পর্কে জড়ানোর সাথে সাথেই অনেক কিছু ভেবে বসে লোক। এছাড়াও ধর্ষণের খবর শুনতে শুনতে মেয়েদের মধ্যে আতংক জায়গা করে নিয়েছে! ইদানিং আবার সম্পর্কের গোপনীয়তা ভাইরাল করে কলংকের অলংকার পড়ানো হচ্ছে মেয়েদেরকে!
সম্পর্কের কোথাও ভালো রিভিউ নেই। রিভিউতে একজনের সাথে ম্যাসেজ চালাচালি, তাকে বিভিন্ন এংগেল থেকে খতিয়ে দেখার বাহানায় কাম বাসনায় জড়িয়ে রাখা পুরুষবন্ধুদের একমাত্র চাওয়া হয়ে দাড়িয়েছে। দুজনের মধ্যে অতিমাত্রায় কিস ও সেক্স নিয়ে আলোচনার ফলে কারো সাথে বিছানায় যাওয়ার অভিজ্ঞতাও তৈরি হয়ে যায়।
একটা সময় দুজনের কেউই আর সম্পর্কে পারফেক্ট থাকতে পারছেন না। অপপ্রচার আর গুজব তো অহরহ আছেই কমবেশ দেশের সবার!