অনলাইন ডেস্ক◾
ফেনীর সোনাগাজীতে ২১ বছর বয়সের এক ছেলের রক্তে সোডিয়াম লবণ পাওয়া গেছে ১৬০ (স্বাভাবিক হল ১৩৫-১৪৫ )।
জানা যায় গরম বেশি লাগায় সে ৩টি স্যালাইন একসাথে মিশিয়ে এক গ্লাসে খেয়েছিল। এরপর থেকে তার অস্থিরতা, মাংস ব্যথা, মাথা ঘুরানো এবং তীব্র বমি ভাব হচ্ছিল।
এ ধরণের জটিলতায় চরম পর্যায়ে ব্রেইন কোমায় যেতে পারে এবং অতঃপর মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর কারণ কেউ জানবে না, বলবে কিভাবে কিভাবে যেন মরে গেল!
★ কি করতে হবে?
ওরস্যালাইন খেতে হলে অবশ্যই ৫০০ মি. লি. (হাফ লিটার) পানিতে একটি ওরস্যালাইন মিশিয়ে খেতে হবে। পানি একটুও কম-বেশি দিয়ে খাওয়া যাবে না। আর ইচ্ছেমতো যখন তখন ওরস্যালাইন খাওয়া একদমই উচিৎ নয়।
সূত্র- ডাঃ তানভীর মাহমুদ তৌহিদ
[অনুগ্রহ করে জনস্বার্থে এই পোস্টটি শেয়ার করুন]
কে/সিআর/২৪