প্রতিবেদক
আসাদ ঠাকুর, হবিগঞ্জ◾
ভারী বর্ষণ ও ভারতের পাহাড়ি ঢলে খোয়াই অধ্যূষিত হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নিম্নাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্ত মিরাশি ইউনিয়নের নালমুখ, রতনপুর, বরাব্দা ও রাকি আশ্রয়ণ প্রকল্প, নালপার, মুছিকান্দি, পড়াঝাড়, উধালতলা, সেনের গাও, পাঁচগাও, আদমপুর, চাইল্লারাব্দা ও লাইংলাপাড় সহ আশপাশের যে সকল এলাকাগুলোতে মানুষ পানিবন্দি হয়ে পড়েছিল তাদের মধ্যে ৫ শতাধিক পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রিন্সিপাল আব্দুর রব স্যার।
শুক্রবার বিকেল থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত চুনারুঘাট উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে অত্র উপজেলার মুছিকান্দি গ্রামের শ্রদ্ধেয় প্রিন্সিপাল আব্দুর রব স্যার এর অর্থায়নে একটি প্রতিনিধি দল।
পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণে উপস্থিত থেকে সহযোগিতা করেছেন ফকির দুলাল, ওয়াহিদ মিয়া, দুলাল মিয়া, ফারুক হোসেন, মাসুদ মিয়া, ফরিদ মিয়া, আব্বাস আলি, হুছন আলি, রিপন, ফয়সল, জসিম, এনামুল, নিশাত, রনি ও সুহেল সহ আরও অনেকেই।
এ সময় প্রিন্সিপাল আব্দুর রব স্যার এর পক্ষ থেকে উনার সুযোগ্য ছেলে ডাঃ মাহবুবুর রব অনিক জানান, যেকোন দুর্যোগে অসহায় মানুষদের জন্য আমরা কাজ করতে প্রস্তুত আছি।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১ কেজি চিড়া, আধা কেজি মুড়ি, আধা কেজি চিনি, ১ কেজি প্যাকেট আঠা, ২ প্যাকেট বিস্কুট ও খাবার স্যালাইন দেয়া হয়।
এছাড়াও, প্রিন্সিপাল আব্দুর রব স্যার প্রতিবছর রমজান ও ঈদ উৎসবে অসহায় মানুষদের পোষাক ও ঈদসামগ্রি দিয়ে সহযোগিতা করে আসছেন।
কে/সিআর/২৪