কালনেত্র প্রতিবেদক◾
যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিঃস্বার্থভাবে মানুষকে দান খয়রাত করেন, মহান আল্লাহ তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গাদ্দিশাল গ্রামের হাজী মফিজ উল্লাহ তালুকদারের পুত্র ও হাজী মফিজ উল্লাহ কমিনিটি সেন্টারের স্বাত্বাধিকারী, দুবাই প্রবাসি মোঃ হারুনুর রশিদ রঙ্গু সমাজের অভাবগ্রস্থ ও রোগ শোকের দারিদ্রতায় জর্জরিত লোকদের আর্থিক অনুদান, চিকিৎসা খরচ ও ঔষধ কেনার টাকা পয়সা দেয়া সহ অসংখ্য মহতি কাজ দীর্ঘদিন ধরে করে আসছেন।
জনাব হারুনুর রশিদ রঙ্গু দুবাইতে প্রবাসী ব্যবসায়ি হিসাবে স্বপরিবারে বসবাস করছেন। ওখানকার আওয়ামী রাজনীতির সাথেও সম্পৃক্ত তিনি। সংযুক্ত আরব আমিরাত শাখার যুবলীগের সেক্রেটারি তিনি। দেশে আসলে দান খয়রাতও করেন প্রচুর। যেকারণে লোকমুখে তার চেয়ারম্যান প্রার্থীতার গুঞ্জনও শুনা যায়। অথচ তিনি আজ অবদি কোন নির্বাচনেই প্রার্থী হননি। তবে নির্ভরসুত্রে জানা গেছে আগামীতে তার প্রার্থী হওয়ার সম্ভবনা শতভাগ।
তবে তার অর্থায়নে প্রাকৃতিক দূর্যোগ ও বিভিন্ন উৎসবগুলোতে গোছাপাড়া, থৈগাঁও, গেরারুক ও আশপাশের বিভিন্ন গ্রামের সুবিধাবঞ্চিত, দুস্থ, গরীব, অসহায় পরিবারের লোকদের মাঝে ঈদের খাদ্যসামগ্রী, ঈদের পোষাক ও শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রতিটি পরিবারের জন্য খাদ্যসামগ্রীর মধ্যে থাকে- চাল, ডাল, সয়াবিন তেল, সেমাই, চিনি, পেঁয়াজ, রসুন ও মসলা। পোষাকের মধ্যে থাকে শাড়ী, লুঙ্গি, পাঞ্জাবি ও শীতের কম্বল।
এ সব উপহার সামগ্রী বিতরণে স্বেচ্ছাসেবীর দায়িত্বে থাকেন আহম্মদাবাদ ইউনিয়ন ছাত্রলীগ নেতা রুবেল তালুকদার, শফিকুল ইসলাম ও উল্লেখযোগ্য কজন স্থানীয় যুবক; যারা গরিব দুঃখি মানুষের হাতে উপহার সামগ্রী তোলে দেয়ার দায়িত্ব পালন করেন।
সমাজসেবক, আওয়ামীলীগ নেতা ও প্রবাসী ব্যবসায়ি হারুনুর রশিদ রঙ্গু সাম্প্রতিক বন্যা কবলিত আহম্মদাবাদ বাসীর মধ্যে ত্রাণ বিতরণ করার সময় এই বিষয় নিয়ে কালনেত্রের প্রতিনিধিরা তার সাথে কথা বললে তিনি জানান, ‘অভাবগ্রস্থ মানুষদের সাথে সুখ দুঃখ ভাগ করে নেওয়ার উদ্দ্যেশে মুলত এসব কার্যক্রম হাতে নেয়া। কেননা মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর চেয়ে উত্তম কাজ আর নেই। তাছাড়া মানুষের মুখে হাসি ফুটানোর চেয়ে বড় সুখ আমি আর কিছুতে পাই নাই। তাই মন থেকেই এমন সব কার্যক্রম দীর্ঘদিন ধরে আনন্দের সাথে সমাজে করে আসছি। আল্লাহ সুস্থ্য সবল রাখলে ভবিষ্যতেও মানুষকে সহযোগিতা করার কার্যক্রমগুলো অব্যাহত থাকবে। বলতে গেলে গরিব দুখি মানুষের সহযোগিতা করা আমার স্বভাবে পরিণত হয়ে গেছে বলে জানান।
"ভোট দিয়ে জনগনের সেবা করার সুযোগ দিন" এই অনুরোধ করার সময় আসার অনেক আগে থেকেই উনি জনগনের সেবায় জড়িয়ে পড়েছেন। তার ভাষায়- মানুষের পাশে দাঁড়ানোর চেয়ে উত্তম কাজ আর নাই।
হারুনুর রশিদ রঙ্গু'র এমন মহতি কার্যক্রমগুলো সত্যিই প্রশংসার দাবি রাখে। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
কে/সিআর/২৪