কালনেত্র প্রতিবেদক◾
জিন্দেগীর বেহালায় চিরমুক্তির সুসংবাদ- বাইয়াতে হায়াত বাড়ে বিশ্বাসের অববাহিকায়-
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যাম পুর গ্রামের খোদা ভীরু ধর্মপ্রাণ এক মুসলিম পরিবারে আবু সাঈদ তানভীরের জন্ম। প্রয়াত ইকবাল মিয়া পীরছাহেব হুজুরের প্রথম পুত্র হারুন মেছাব এর সুযোগ্য সন্তান আবু সাঈদ তানভির।
তার বর্নাঢ্য শিক্ষা জীবনের শুরু থেকে শেষ অব্দি জানলে দেখবেন তার মেধার নান্দনিক বোধ কতটা। আবু সাঈদ তানভির দাখিল সম্পন্ন করেন- ২০১০ সালে। ২০১২ সালে আলিম। ২০১৫ সালে এসে ফাজিল/ডিগ্রি অর্জন করেন। ২০১৭/১৮ শিক্ষাবর্ষের কামিল/মাস্টার্স সম্পন্ন করার পর পুনরায় ২০২০/২১ শিক্ষাবর্ষে কামিল এমএ ডাবল মাস্টার ডিগ্রী অর্জন করেন মেধাবী এই তরুণ।
উল্লেখ্য যে, একজন ইসলামী স্কলারস হওয়ার যোগ্যতা সম্পন্ন মোধাবী আবু সাঈদ তানভিরের শিক্ষা অর্জন ছাড়াও বিশেষ আরও কিছু গুনাবলী রয়েছে। এরমধ্যে গজল পরিবেশন অন্যতম। তার গজলের মেধা ও পারদর্শীতার স্বাদ নিতে ইসলামী সাংস্কৃতিক সংগঠন রিসালাহ'র ব্যানারে যেসব এলবাম বাজারে পাবেন-
১) সবুজ মিনারের প্রেম ঈশারায়
২) ঈদে মিলাদুন্নবী
৩) আশায় চেয়ে থাকি ও
৪) শান্তি ও মুক্তির সংগ্রাম
আর এসব এলব্যামগুলোর কথা এবং সুর দিয়েছেন খ্যাতিমান কবি ও প্রখ্যাত সূরকার কবি মুজাহিদুল ইসলাম বুলবুল।
এছাড়াও আবু সাঈদ তানভিরের মেধা, গজলের গলা রিসালাহ'কেও এতটা মুগ্ধ করেছে যে, একপর্যায়ে এসে রিসালাহ'র হবিগঞ্জ শাখার পরিচালক ও প্রশিক্ষক হয়ে উঠেন আবু সাঈদ তানভির।
রিসালাহ এখন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলাতেও কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে শান্তি ও মুক্তির সংগ্রাম নামে কোরাস গজলের এলব্যামটি রিসালাহ'র চুনারুঘাট সংগঠন থেকে প্রকাশিত হয়েছে।
আবু সাঈদ তানভীর থেকে আরও জানা যায়, তার ইচ্ছেরা "সবুজ মিনারের প্রেম ঈশারায়" প্রশান্তি খোঁজে সেই মহামানব রাসূলের ভালোবাসায় যা শান্তির সুবাতাস ছড়িয়ে ছিলো জাজিরাতুল আরবব্যাপি।
বর্তমানের ধূমায়িত পৃথিবী যেখানে বিষাদের লেলিহান শিখায় কেঁদে খাটায় রাতের প্রহর- আবু সাঈদ তানভির সেখানে হেরাগুহার আলোর বিচ্ছুরন জাগিয়ে তোলতে চায় "শান্তি ও মুক্তির সংগ্রাম" এলব্যাম এর অববাহিকায়।
তার "ঈদে মিলাদুন্নবী" এলব্যাম যে অপসংস্কৃতি জাতিকে নিয়ে গেছে অন্ধকার গুহায়, যে অন্ধকার গুহা আলোকিত হয়েছিল একদিন নূরনবীর পদছায়ায়, যে অর্ধপৃথিবী কেঁপে ওঠে ছিলো সুশীতল শান্তির বাতায়নে, আবু সাঈদ তানভির এর "ঈদে মিলাদুন্নবী" এলব্যামটিও সেই আলোকে অর্থাৎ শেষ ও শ্রেষ্ট নবী জন্ম গ্রহনই করেন- অধিকারের সুউচ্চ মাকামে পদার্পণ করে মুক্তির পয়গাম কাঁধে মক্কা-মদীনা বিজয় করার বাসনায়। এবং হয়েছিলও আপন আলোয় জাহিলিয়াতের বিদায়।
আর এজন্যই মেধাবী এই তরুনের অভিব্যক্তি "আশায় চেয়ে থাকি" এলবামটিতে প্রকাশ করতে চেয়েছেন- বিশ্ববাতাসে ছড়িয়ে পড়ুক বিশ্বনেতার আহবান।
শুধু স্বপ্ন আর বাসনা নিয়েই আবু সাঈদ তানভির ক্ষান্ত হননি- বর্তমানে তিনি তার শ্রদ্ধেয় দাদাজান মরহুম ইকবাল মিয়া পীরছাহেব হুজুরের রেখে যাওয়া আহম্মদাবাদ দারুচ্ছুন্না মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষকই শুধু নন, তিনি মুর্শিদ ইকবাল মিয়া পীরসাব হুজুরের প্রতিষ্ঠানটিকে বহুমুখী ইসলামী শিক্ষা ও যুগোপযোগী কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের বাস্তবায়নে সর্বাথ্যক চেষ্টা চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন।
আমিন। আল্লাহ মহান ও দয়ালু
কালনেত্র/সম্পাদক