প্রতিবেদক
তারেক মিয়া তালুকদার সুজন◾
মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা মাহফুজ আলম ওরফে মাহফুজ আব্দুল্লাহ'র বাড়ি লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার ইসাপুর গ্রামে। জেনারেশন-জেড এর একজন তাত্ত্বিক নেতা। আইন বিভাগের ছাত্র হলেও বিশ্ব রাজনীতি, সমাজ, রাষ্ট্রগঠন ও মনোজগৎ নিয়ে তাঁর প্রচুর পড়াশোনা।
এই কমবয়সী ছেলেটিই ছিলো বৈষম্য বিরোধী কোটা আন্দলনের প্রধান সমন্বয়কদের আধ্যাত্বিক নেতা এবং সকল সমন্বয়কদের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক।
দুই হাজার চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলনের মাস্টার মাইন্ড এই ছেলেটিকে হাসিনা সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা তন্ন তন্ন করে খুঁজছিল। তাঁর নাম বদল ও রূপ বদলের পারদর্শিতার কাছে পরাজিত হয় সংস্থাগুলো।
নতুন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টামণ্ডলী গঠিত হয় সেখানে দুইজন সমন্বয়কও উপদেষ্টা হয় কিন্তু মাহফুজ আলম ফ্রন্ট লাইনে আসতে চায়নি, সে অন্তরালেই থাকতে চেয়েছিল। কারণ মাস্টারমাইন্ডরা সব সময় অন্তরালেই থাকে।
এই বিপ্লব নিয়ে প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনূসের আগ্রহ ও অনুসন্ধানে বেরিয়ে আসে মাহফুজ আলমের নাম।
ডঃ ইউনুস এই নতুন সম্ভাবনাকে তাঁর সহকারী হিসাবে নিয়োগ দিয়েছেন।
তথ্য: স্যোসাল মিডিয়া
কে_
সিআর-২৪ (গণস্বার্থে সর্বত্র)