সম্পাদকীয়◾
পুঁজিবাদ ও এনজিওদের জেন্ডার বানিজ্য দুটোই এক। দুটোই শেষ পর্যন্ত বাজারে শ্রমিক বৃদ্ধি করে শ্রমের মূল্য কমিয়ে দেয়।
গার্মেন্টসের সস্তা শ্রমিকের উপর উচ্চ হারে কর বসিয়ে আমেরিকা আমাদের পোষাক আমদানী করে। আর শ্রমিক ঠকিয়ে মুনাফা করে কিছু মধ্যস্বত্বভোগী। দিন শেষে শ্রমিকের সন্তান আবার শ্রমিক।
তাছাড়া নারী যে শ্রমটা পরিবারকে দিতো সেটার বিনিময়ে তার পরিবারের সদস্যরা আরাম আয়েশে থাকতো। এখন নারী সেই শ্রমটা যখন কারখানায় দেয় তখন সেই শ্রম দিয়ে আমেরিকার লোকেরা দৈনিক পোষাক বদলায় আর আমাদের দেশের মধ্যস্বত্বভোগীরা আরাম আয়েশে থাকে।
অভাবী সংসারে মা যেমন সবার মুখে ভাত দিতে গিয়ে নিজে উপোষ থাকেন; কারখানার শ্রমও তাই!
আসাদ ঠাকুর
কবি, লেকক ও সাংবাদিক
ক_
সিআর—২৪