প্রতিবেদক
কাজী মাহমুদুল হক সুজন◾
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার হলদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হবিগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অরুণ কুমার দাস গত আওয়ামীলীগ সরকারের সময়ে এক যুগেরও বেশি সময় রাজত্ব কায়েম করেছিলেন। তার এই রাজত্ব কায়েমের খুঁটির জোড় ছিলেন সাবেক এমপি এডঃ মজিদ খাঁন ও উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।
প্রভাবশালী ওই শিক্ষক আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালীন অবস্থায় অঘোষিত আওয়ামী শিক্ষক সমিতি তৈরি করেছিলেন। তার এতই ক্ষমতা ছিল যে উপজেলা শিক্ষা অফিসার কিংবা সহকারী শিক্ষা অফিসারও তাকে সম্মান করতে হতো। নতুবা হবিগঞ্জ থেকে বিদায়ের হুমকি দিতেন হলদারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কুমার দাস।
ক্ষমতা পেয়ে অরুণ কুমার দাস বিদ্যালয় কেন এর আশেপাশেও তাকে এলাকার লোকজন পায়নি। এতো অভিযোগের পরও এই শিক্ষকের বিরুদ্ধে আইনগত কোন পদক্ষেপ নেননি বিদ্যালয়ের সাবেক ক্লাস্টার ও বানিয়াচং সহকারী শিক্ষা অফিসার উত্তম কুমার।
অনেক শিক্ষক জানান, অরুণ কুমার আর উত্তম কুমার তারা দুজনের মধ্যে সখ্যতা ছিল খুব বেশি। তাদের দুজন ছিলেন জেলা শিক্ষা অফিসারের বিশ্বস্ত সৈনিক। তাছাড়া উত্তম কুমার দাস হবিগঞ্জের বাসিন্দা, শ্বশুর বাড়ীও চুনারুঘাটে। অনেক বছর ধরে রযেছেন হবিগঞ্জ জেলাতে। ফলে ক্ষমতার সব ধাপই ছিল তার চিনা জানা।
তাদের মাধ্যমে জেলা শিক্ষক সমিতি কিংবা শিক্ষকরা নিয়ন্ত্রিত হতেন বলে অভিযোগ রয়েছে।
কেসিআর-২৪