নিজস্ব প্রতিবেদক
ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে দেশের বিভিন্ন স্থানে ওলীদের দরবার, মাজার এ হামলা করে ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট করে পৈশাচিক আনন্দ করছে একদল মানুষ৷ বলা হচ্ছে এতে নাকি পাপ মোচন হবে৷ বেশিরভাগ ক্ষেত্রেই একেবারে মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করে এই হামলাগুলো করা হচ্ছে৷
সারা বিশ্বে অতি প্রাচীনকাল থেকেই ওলীর দরগাহ, মাজার সম্মানের সাথে সংরক্ষিত হয়ে আসছে। হঠাৎ করে এইসব হামলা ও লুটপাট কেনো? কিসের স্বার্থে? এসব কি ধারাবাহিকভাবে চলতেই থাকবে?
সচেতন নাগরিক হিসেবে আসুন এই অপচেষ্টা ব্যার্থ করে দেই৷ সকল পথ মতের মানুষের সৌহার্দ্য সম্প্রীতির এই দেশে আসুন এই উগ্র নৈরাজ্যবাদীদের বয়কট করি৷
কেসিআর-২৪