আসসালামু ওয়ালাইকুম/আদাব,
আমি জবা আক্তার "CML (Chronic Myloeid Leukemia) আক্রান্ত রোগী" আপনারা সবাই আমাকে দীর্ঘ্য দিন ধরেই চিনেন, জানেন এবং বিপদে আপদে আপনারা সবসময়ই আমার পাশে ছিলেন এবং এখনো আছেন।
২০১৭ সাল থেকে আজ অবধি আপনারা আমাকে যে পরিমাণ সাহায্য সহযোগীতা করে আসছেন তার জন্য আমি এবং আমার পরিবার আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। তবে হঠ্যাৎ করেই আমার জীবনে আবার ক্যান্সার এর ভয়াল থাবা নতুন করে জেকে বসেছে।
আমি বাচঁতে চাই, তবে আমাকে বাঁচাতে আর একটি বারের মতো আপনাদের সাহায্য সহযোগিতা চাইছি।
আমার বিগত ২ বছর ধরে যত ধরনের চিকিৎসা হয়েছে ভারতের টাটা মেডিকেল সেন্টারে তা সব বিফলে গেছে, এখন আর কোনো ঔষধই কাজ করছে না। তাই ডাক্তার এর পরামর্শ অনুযায়ী আমাকে যতদ্রুত সম্ভব BONE MARROW TRANSPLANT ( অস্থিমজ্জা প্রতিস্থাপন ) করাতে হবে।
এই চিকিৎসা করাতে আমাকে এখন প্রায় বাংলাদেশী টাকায় ৫০-৫৫ লাখ টাকা'র প্রয়োজন। যা আমার হতদরিদ্র পরিবারের পক্ষে ব্যবস্থা করা সম্ভব না।
তাই আপনাদের কাছে আমার আকুল আবেদন এই যে, আর একটি বারের জন্য, অন্তত শেষ বারের মতো হলেও আমাকে বেঁচে থাকার জন্য আপনাদের সাহায্যের হাতটুকু বাড়িয়ে দিন। আমি বাচঁতে চাই, আমাকে বাচাঁন।
আমাকে বাচাঁতে যেকেও সাহায্য পাঠাতে পারেন—
ব্যাংক একাউন্ট নাম্বার:
১/ জবা আক্তার 1024101208544 ( Pubali Bank) চুনারুঘাট।
২ / জবা & মোস্তাক বাহার 5704201022588 (Sonali Bank)
বিকাশ নাম্বার:
জবা আক্তার: 01714536874 ( bkash & Nogod)
মোস্তাক বাহার: 01712050562 (Bkash)
আপনাদের একটু সহযোগিতাই পারে আমাকে বাচাঁতে, নতুন জীবন পেতে। অন্যতায় আমার বাঁচা সম্ভব না।
🙏