মোঃসেকেন্দার আলী লিমন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি◾
অদ্য রোজ শুক্রবার ১৩ আগস্ট ২৪ কুড়িগ্রাম রাজারহাট উপজেলার উৎসুক ছাত্র জনতা রাজারহাট রেল স্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতি ও টিকিট বরাদ্দের দাবিতে একত্রিত হয়ে এক অবরোধ কর্মসূচি পালন করে।
উৎসুক ছাত্র জনতা ট্রেন আসার আগ মুহূর্তে ট্রেনকে থামানোর সুকৌশল ব্যবস্থা হিসেবে লালসালুক কাপড় ব্যবহার করে, সুকৌশলে কুড়িগ্রাম এক্সপ্রেসকে রাজারহাট রেল স্টেশনে
থামাতে বাধ্য করেন।
তাৎক্ষণিক ভাবে প্রশাসনের নজরে আসলে ডিসি মহোদয়, রেল কর্তৃপক্ষ এবং প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করে সেনাবাহিনীর সুশৃংখল পরিবেশে কুড়িগ্রাম এক্সপ্রেসকে স্বাভাবিকভাবে ছেড়ে দেওয়া হয়।
কেসিআর-২৪