এম ফজলুর রহমান খালেদ◾
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় হবিগঞ্জের চুনারুঘাটে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৩ সেপ্টেম্বর শুক্রবার বাদ আসর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
চুনারঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজ আলী মীর এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম সরকারের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হুসাইন আলী রাজন, সহসভাপতি জলিল কমিশনার, সাধারণ সম্পাদক দিদার আলী, উপজেলা বিএনপি নেতা আতিকুল কবির, জোবাইর কবির চৌধুরী, মাহমুদুল হাসান ফিরুজ, ফজলুর রহমান খালেদ, আব্দুল মুকিত, আব্দুল ওয়াহিদ শাহীন, জাকারিয়া তালুকদার, এম এ রহিম, দেওয়ান সফিক, মামুনুর রশীদ মামুন, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মোজাম্মেল হোসেন চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক শফিক মিয়া, সদস্য সচিব জালাল কাউন্সিলর, সৈয়দ আবু নাইম হালীম, নাসির উদ্দিন, পৌর যুবদলের আহবায়ক আঃ আউয়াল, সিঃ যুগ্ম আহবায়ক রফিক তালুকদার, সদস্য সচিব মাসুম, ছাত্রদল নেতা সাইফুল সিদ্দিকী, শাহ প্রান্ত, ১নং গাজীপুর ইউনিয়ন বিএনপির নেতা জহিরুল ইসলাম চৌধুরী, যুবদল নেতা আসাদুজ্জামান শামীম, ২নং আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির চৌধুরী, হাজী ছাত্তার, বাবুল মিয়া, জাবেদ মিয়া, আবু তাহের, ফয়সল আহম্মদ, ৩নং দেওরগাছ ইউনিয়ন বিএনপির নেতা এম এ মতিন সর্দার,
৪নং পাইকপাড়া ইউনিয়ন বিএনপি নেতা গিয়াস উদ্দিন, ছগির চৌধুরী, ৫নং শানখলা ইউনিয়ন বিএনপির সভাপতি জমরুত আলী, সাধারণ সম্পাদক সৈয়দ মাহফুজ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ আহাদ, ৮নং সাটিয়াজুড়ি ইউনিয়ন যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব, ১০নং মিরাশি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের লিল মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মনাফ মেম্বার ও আফজাল মিয়াসহ ছাত্রদল, যুব দল এবং বিএনপির প্রায় দুই হাজারের বেশী নেতাকর্মীরা।
দুআ মাহফিল পরিচালনা করেন ৪নং পাইকপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফেজ হাবিবুর রহমান হাবিব ও উপজেলা ওলামা দলের সভাপতি মাওঃ আবুল কাশেম।
এদিকে বৃহস্পতিবার রাত তিনটায় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। সিসিইউতে রেখে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান এজেএম জাহিদ হোসেন।
জাহিদ হোসেন বলেন, ৭৯ বছর বয়সী খালেদা জিয়া হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি।
ক_
সিআর—২৪