মনসুর আহমেদ◾
ষড়ঋতুর দেশ বাংলাদেশ। ঋতু পরিবর্তনের পালাবদলে আসে শরৎ। শরৎ আগমনের অন্যতম প্রতীক কাশফুল আর নীল আকাশের বুকে ভেসে বেড়ানো শুভ্র মেঘের ভেলা।
বাঙালি মানসিকতার সঙ্গে ঋতুবৈচিত্র্যের নানা অনুষঙ্গ জড়িয়ে রয়েছে। এই যে শরতের বিশাল নীলাকাশ আর কাশবন আমাদের মনের গভীরতাকে আরও প্রসারিত করে, মনকে আরও উদার করে। মানুষের মন যত উদার হবে দেশ তত বেশি অসাম্প্রদায়িক ও মানবিক হবে।
শরৎ এর শুভ্রতাকে ছড়িয়ে দিতে শব্দকথা লেখক পাঠক ফোরাম আগামী ১৪ সেপ্টেম্বর রোজ শনিবার বিকাল ৪ ঘটিকায় আয়োজন করেছে “শরৎ উৎসব—২০২৪”।
স্থান:- শব্দকথা কার্যালয় প্রাঙ্গণ, রামকৃষ্ণ মিশন রোড (উনিশ কুড়ি বুটিকসের উপরে), হবিগঞ্জ।
উক্ত অনুষ্ঠানে আপনি/আপনারা স্বপরিবারে আমন্ত্রিত।
ক_
সিআর—২৪