মোহাম্মদ সুমন
চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি প্রবীন সাংবাদিক মোঃ হাসান আলীকে আর্থিক সহযোগিতা করেছে উপজেলার সিপাহসালার সাইয়েদ নাসির উদ্দিন (রঃ) মিশন।
মঙ্গলবার বিকালে নরপতি সাহেব বাড়িতে মিশনের সভাপতি সদ্য সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান সাংবাদিক অসুস্থ হাসান আলীর হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কাজী সুজন, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, নির্বাহী সদস্য মোহাম্মদ সুমন, সাংবাদিক ও ক্রীড়া সংগঠক মোঃ সাজিদুল ইসলাম ও রাজীব আহমেদ প্রমূখ।
মিশনের সভাপতি আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান জানান, আমরা ২০২১ সালে সিপাহসালার সাইয়েদ নাসির উদ্দিন (রঃ) মিশন প্রতিষ্ঠা করেছি। এর মাধ্যমে ১৩টি প্রকল্প হাতে নিয়ে কাজ শুরু করা হয়েছে। ইতোমধ্যে এই মিশন মসজিদ নির্মাণ ও অসহায় মানুষকে আর্থিক সহযোগিতা দিয়ে পাশে দাঁড়িয়েছে। আমাদের ১৩টি প্রকল্পের মধ্যে- প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ও মক্তব অন্যতম। এছাড়াও আরো ১০টি প্রকল্প হচ্ছে- সাইয়েদ নাসির উদ্দিন (রঃ) জামে মসজিদ, সাইয়েদ নাসির উদ্দিন (রঃ) শিশু নিকেতন (এতিমখানা), সাইয়েদ নাসির উদ্দিন (রঃ) মিউজিয়াম (প্রস্তাবিত), সাইয়েদ কুতুবুল আউলিয়া দাখিল মাদ্রাসা, সাইয়েদ শাহগদা হাসান গবেষণা কেন্দ্র, দুধা মিয়া সাহেব শিক্ষা ট্রাস্ট, সৈয়দ জয়দুল হাসান জামে মসজিদ (প্রস্তাবিত), সৈয়দ মহিবুল হাসান স্মৃতি পরিষদ ও ‘মানুষ মানুষের জন্য’।
সৈয়দ লিয়াকত হাসান আরো বলেন-‘মানুষ মানুষের জন্য’ এটি আমাদের নতুন প্রকল্প। এর মাধ্যমে আমরা প্রান্তিক পর্যায়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। এ কাজে আমরা দেশ-বিদেশের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করি।
ক_
সিআর—২৪