1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন

হবিগঞ্জে শব্দকথা’র আয়োজনে শরৎ উৎসব উদযাপিত

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার◾

ষড়ঋতুর দেশ বাংলাদেশ। ঋতু পরিবর্তনের পালাবদলে আসে শরৎ। শরৎ আগমনের অন‌্যতম প্রতীক কাশফুল আর নীল আকাশের বুকে ভেসে বেড়ানো শুভ্রতাকে ছড়িয়ে দিতে “শব্দকথা লেখক পাঠক ফোরাম” আয়োজন করেছে ‘শরৎ উৎসব ২০২৪’।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় হবিগঞ্জে শব্দকথা প্রকাশনের কার্যালয় প্রাঙ্গণে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তির মাধ্যমে শরৎ উৎসবের শুভ উদ্বোধন করা হয়।

শব্দকথা’র সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ এর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক হাবিব খোকন ও সাংগঠনিক সম্পাদক তাসনীমুল জান্নাতের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বহুমাত্রিক লেখক ও উদ্ভিদ গবেষক ড. সুভাষ চন্দ্র দেব, সিলেটের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক মো: হারুন অর রশিদ, শিশু সংগঠক বাদল রায়, শচীন্দ্র ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক গৌতম সরকার, বর্ণমালা খেলাঘরের সাধারণ সম্পাদক দিপুল রায়, প্রভাষক আলমগীর হোসেন চৌধুরী, সংগঠক হেলাল আহমেদ। বক্তব্য রাখেন ব্যাংকার তোফায়েল আহমেদ, খোয়াই থিয়েটারের দপ্তর সম্পাদক শেখ ওসমান গনি রুমী, শব্দকথা’র বার্তা সম্পাদক আখতারুজ্জামান তরফদার, কবি কেইএম তালুকদার তোফায়েল প্রমুখ। কবিতা আবৃত্তি করেন মীর ফয়সাল আহমেদ, শাবনুর আজিম স্মিতা, সৌরভ রায়, নাঈম মিয়া, সোহবাত ছাদিক আয়ান, সৌম্যশ্রী দেব। সংগীত পরিবেশ করেন শিরিন আক্তার সোনিয়া ও ইয়াছিন মাহমুদ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, “বাঙালি মানসিকতার সঙ্গে ঋতুবৈচিত্র্যের নানা অনুষঙ্গ জড়িয়ে রয়েছে। এই যে শরতের বিশাল নীলাকাশ আর কাশবন আমাদের মনের গভীরতাকে আরও প্রসারিত করে, মনকে আরও উদার করে। মানুষের মন যত উদার হবে দেশ তত বেশি অসাম্প্রদায়িক ও মানবিক হবে। শব্দকথা যেন তাদের এই আয়োজন অব্যাহত রাখে। একটি জেলাকে শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ করতে শব্দকথা মত অন্যরাও এগিয়ে আসার প্রত্যাশা।”

 

ক-সিআর—২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট