এম ফজলুর রহমান খালেদ◾
হবিগঞ্জের চুনারুঘাটে ভুয়া ফেইসবুক আইডি খুলে বিএনপি নেতাকর্মীদের চরিত্র হননের অপচেষ্টার অভিযোগ উঠেছে।
ফেসবুকে ভুয়া একাউন্ট খুলে কুৎসা রটনা এবং চরিত্র হননের ঘটনাটি আমাদের নজরেও এসেছে।
উপজেলা বিএনপির সূত্রে জানা যায়, সম্প্রতি চুনারুঘাট উপজেলা আওমীলীগের নেতাকর্মীদের নামে মামলার একটি লিস্ট প্রকাশ হওয়ার পর থেকেই বিএনপির নেতাকর্মীদের নিয়ে বাজে মন্তব্য এবং চরিত্র হননের মতো ঘটনা ফেসবুকে ঘটে যাচ্ছে। যা অত্যন্ত দুঃখজনক, বিব্রতকর, মানহানির সামিল এবং অসংগতিপূর্ন অপপ্রচার।
এ ধরণের ভুয়া ফেসবুক আইডি দেশ ও দশের জন্য অত্যন্ত বিপদজনক! তারা সর্বত্রই অপপ্রচার মূলক কর্মকান্ডে লিপ্ত থাকে। তারা বিভিন্ন সময়ে সমাজের সুশীল, নামীদামী ব্যাক্তি, রাজনৈতিক ব্যাক্তি, এমনকি প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও রাস্ট্রীয় নানান কর্মকান্ডে মিথ্যা অসঙ্গতিপূর্ণ অপপ্রচার করে থাকে। যা আইনত দন্ডনীয় ও মানহানীকর অপরাধের সামিল।
তাছাড়া এসব ঘটনায় তৃণমূল নেতাকর্মীদের মনোবল ভেঙে যায়, রাজনীতির সৌন্দর্য হারায়। তাই এ থেকে সবাইকে বেরিয়ে আসা উচিত।
ক_
সিআর—২৪