গোলাম মস্তোফা কুটি◾
ফেসবুকে ভুয়া আইডি খুলে চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড: মীর সিরাজ এর বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন বিভিন্ন অপপ্রচারের নিন্দা জানাই।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সত্যের সন্ধ্যান, চুনারুঘাটের নিউজসহ বিভিন্ন নামে ফেসবুক আইডি খুলে যেসকল স্বৈরাচারী শেখ হাসিনার দোসররা পরিকল্পিতভাবে উপজেলা বিএনপির সেক্রেটারি মীর সিরাজ ভাইয়ের বিরুদ্ধে মানহানিকর, মিথ্যা, ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে ওদের কাওকে ছাড় দেয়া হবে না। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং আইসিটি আইনে মামলার প্রস্তুতি চলছে।
চুনারুঘাট উপজেলা বিএনপির সেক্রেটারি এড. মীর সিরাজ আলী ভাই একজন নৈতিক মানুষ, তিনি আদর্শিক রাজনীতি ধারণ করে দল করেন। সার্বিক বিবেচনায় তিনি রাজনৈতিক অঙ্গনসহ উপজেলার সকলের কাছে একজন ভালো মানুষ হিসাবেই পরিচিত ও সম্মানিত।
আওমীলীগ শাসনামলে বিরোধী মতের কেউ মাঠে না থাকলেও মীর সিরাজ আলী ভাই ঠিকই মুষ্টিমেয় সক্রিয় নেতাকর্মীদের নিয়ে দলের কাজ করে আসছেন। মামলা- হামলার ভয়ে পিচপা হননি। তাই পরস্পর অনুসারীদের বলয়কে ঘায়েল করতে ভুয়া আইডি খুলে এসব অপপ্রচার চালানো হচ্ছে বলে আমার ধারণা।
আমি ব্যক্তিগতভাবে এসব নোংরা ঘৃণ্য রাজনীতি পছন্দ করি না। এড. মীর সিরাজ ভাইকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে মানহানিকর, অসঙ্গতিপূর্ণ অপপ্রচারের নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাই।
গোলাম মস্তোফা কুটি
বিএনপি নেতা, জেদ্দা, সৌদিআরব।
ক_
সিআর—২৪