মোঃ তোফাজ্জল মিয়া
ক্রীড়া প্রতিবেদক◾
চুনারুঘাটে আয়োজিত রেমিট্যান্স যোদ্ধা আন্ত:উপজেলা টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় শ্রীমঙ্গল একাদশকে ২৪ রানে হারিয়ে চুনারুঘাট একাদশ চ্যাম্পিয়ন।
গতকাল (মঙ্গলবার) চুনারুঘাট পানছড়ির মাঠে টসে জিতে সহস্রাধিক দর্শকের উপস্থিতিতে অধিনায়ক এনামুল হক লিটনের নেতৃত্বে ব্যাটিং এ নামে চুনারুঘাট একাদশ, ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩৬ রান সংগ্রহ করে। প্রতিপক্ষ শ্রীমঙ্গল শুরুটা নির্ভয়ে করলেও জয়ের দ্বারপ্রান্তে গিয়েনতীরে এসে তরী ডুবালো। ১৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১২ রান সংগ্রহ করে ২৪ রানের ব্যবধানে পরাজয় বরণ করে শ্রীমঙ্গল একাদশ। অতিথি খেলোয়াড় মেহেদী ( কিশোরগঞ্জ ) কে ম্যাচ সেরা নির্বাচিত করা হয়। টুর্নামেন্টের সেরা বোলারের পুরুস্কার গ্রহণ করেন চুনারুঘাটের সবুজ। টুনার্মেন্টের সেরা খেলোয়াড় শ্রীমঙ্গলের মীর শিবলু।
প্রত্যক্ষদর্শী আতাউর সোহাগ জানায়, দীর্ঘদিন পর চুনারুঘাটে লোকে লোকারন্য একটি প্রাণবন্ত ম্যাচ উপভোগ করেছি। দিনে দিনে আমাদের চুনারুঘাটে আঞ্চলিক ক্রিকেট বিলুপ্তপ্রায় আজকের এই ফাইনাল ম্যাচ মাঠে-মাঠে ক্রিকেট প্রেমীদের চঞ্চলতা ফিরিয়ে আনবে বলে আশাবাদী।
চুনারুঘাট একাদশের অধিনায়ক এনামুল হক লিটন জানান, প্রবাসীদের প্রবল আগ্রহ ছিলো বলেই সুন্দর একটি টুর্নামেন্টের আয়োজন সম্ভব হয়েছে। চুনারুঘাটের ক্রিকেটকে এগিয়ে নিতে কাজ করে যাব।
ক_
সিআর—২৪