1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সাহা ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৮ বার পড়া হয়েছে

✍️

মোঃশফিকুল ইসলাম
রংপুরবিভাগীয় ব্যুরো প্রধান◾

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাটে অবস্থিত সাহা ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে ব‍্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে ওই ফিলিং স্টেশনে আগুন লাগে। এতে মেঘনা ও যমনা পেট্রোলিয়াম এর  দুটি লড়িসহ ১৮ হাজার লিটার পেট্রোল পুড়ে যায়।

 

জানা যায়, ১৮ হাজার লিটার পেট্রল ভর্তি দুটি লড়ি বৃহস্পতিবার ভোরে সাহা ফিলিং স্টেশনে এসে পৌছালে এক লড়ি থেকে  অন্য  লড়িতে পেট্রল  আনলোড করার সময় পাশের লড়িতে আগুন লাগে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে বাকি লড়িটিতে ধরে। পরে নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দিলে সকাল ৬.০০ টার দিকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে  উপস্থিত হয়ে প্রায় ৪৫ মিনিট  চেষ্টার  পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 

এ বিষয়ে সাহা ফিলিং স্টেশনের ম্যানেজার আনন্দ চক্রবর্তী বলেন, লড়ি থেকে পেট্রোল আনলোড চলাকালীন সময়ে আগুন কি ভাবে লাগলো বুঝতে পারলাম না পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ করে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা যায়নি। উর্ধ্বতন কর্তৃপক্ষ আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করে জানাতে পারবো।

 

ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি বলেন, অন্য কোন ক্ষতি হয় নাই। দুইটি লড়ির মধ্যে একটি পুরোটাই পুড়ে গেছে অপরটির একটি চাকা ছাড়া বাকি তিনটি চাকাই পুড়ে ছাই।

 

নাগেশ্বরী ফায়ার স্টেশনের লিডার মোফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিক জানা যায়নি বলে জানান।

 

কেসিআর—২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট