কালনেত্র প্রতিনিধি◾
হবিগঞ্জের চুনারঘাট উপজেলার খোয়াই নদীর ওপর নির্মিত রাজার বাজার ব্রিজটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ব্রিজের গাইড ওয়াল ভেঙে দুই পাশের মাটি সড়ে গিয়ে গভীর গর্তের সৃষ্টি হয়। পরে উপজেলা পরিষদের সহযোগিতায় সংযোগ সড়কে মাটি ফেলে কোনো রকম চলাচলের ব্যবস্থা করা হলেও সপ্তাহ যেতে না যেতেই ভারি বৃষ্টপাতে এপ্রোচের মাটি সরে গিয়ে আবার ভয়াবহ গর্তের সৃষ্টি হয়েছে। জনগুরুত্বপূর্ণ ব্রিজটির ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারীসহ হালকা-ভারি যানবাহন। বর্তমানে ব্রিজটি খুবই ঝুঁকিপূর্ণ।
স্থানীয়দের ভাষ্য থেকে জানা গেছে, দেড় কোটি টাকা ব্যয়ে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের রাজার বাজার খোয়াই নদীর উপর ব্রিজটি নির্মাণে সহযোগীতা করেন বিএনপি নেতা সৈয়দ মোঃ ফয়সল। দীর্ঘদিন ধরে ব্রীজের আশপাশ থেকে বালু উত্তোলনের ফলে বন্যায় ব্রিজটি ক্ষতিগ্রস্ত হলেও সংস্কারের উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট বিভাগ। ব্রিজটির ওপর দিয়ে প্রতিদিন সহস্রাধিক যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করে। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার অশঙ্কা স্থানীয়দের।
এলাকাবাসী জানায়, এবারের বন্যার পানির তোড়ে ব্রিজের দু’পাশের মাটি সড়ে গিয়ে যোগাযোগ বন্ধের উপক্রম হয়ে পড়ে। পরে উপজেলা পরিষদের সহযোগিতায় বাঁশের চাটাই দিয়ে মাটি ভরাট করে চলাচলের ব্যবস্থা করা হলেও ব্রিজটি’র দুই দিকের গভীর গর্তের কারণে বিড়ম্বনায় পড়েছেন পথচারীরা।
ওই এলাকার অটোরিকশা চালক সজল মিয়া (৪১) বলেন, প্রতিদিন একাধিকবার অটোরিকশা নিয়ে ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করতে হয়। কিন্তু দুই দিকে গভীর গর্ত হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। দুই দিকে কয়েকবার মাটি ভরাট করা হয়েছিল। কিন্তু নদীর স্রোত থাকায় সেটি টেকসই হয়নি। রাতের আঁধারে সাইকেল ও রিকশা গর্তে পড়ার ঝুঁকি বেশি।
কবে যে কার মৃত্যু হবে এখানে সেটা বলা যাচ্ছে না।
ক_
সিআর-২৪