1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:০৯ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে এসএমই ফাউন্ডেশনের ঋণ কর্মসূচি ও মত বিনিময় সভা  

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি, শ্রীমঙ্গল

শ্রীমঙ্গল উপজেলাধীন মনিপুরী তাঁত শিল্প ক্লাস্টারের উদ্যোক্তাদের অর্থায়ন তরান্বিতকরণে ঋণ ম্যাচমেকিং কর্মসূচি ও ব্যাংকার-উদ্যোক্তা মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার ১৮ সেপ্টেম্বর  বিকেলে শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন)-এর উদ্যোগে শ্রীমঙ্গলের টিকরিয়া মনিপুরী পাড়ায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক-এর এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা।

 

এতে সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মো. নাজিম হাসান সাত্তার।

 

অনুষ্ঠানের শুরুতেই তাঁত শিল্প ক্লাস্টারের উদ্যোক্তাদের অর্থায়ন তরান্বিতকরণে স্বাগত বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক সুমন চন্দ্র সাহা ও শ্রীমঙ্গল মনিপুরী তাঁত প্রতিনিধি মো রবিউল ইসলাম রাসেল।

 

এছাড়াও উক্ত অনুষ্ঠানে মনিপুরী তাঁত শিল্প ক্লাস্টারের উদ্যোক্তা প্রতিনিধিবৃন্দ ও ১৫টি ব্যাংকের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।

 

এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে সারাদেশে ১৭৭টি ক্লাস্টার চিহ্নিত করা হয়েছে। এ সকল ক্লাস্টারের উন্নয়ন চাহিদা নিরূপণপূর্বক সামগ্রিক উন্নয়ন ও বিকাশে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন টিকরিয়া মনিপুরী পাড়া অবস্থিত মনিপুরী তাঁত শিল্প একটি সম্ভাবনাময় ক্লাস্টার। শ্রীমঙ্গল  উপজেলায় বসবাসরত আদিবাসীদের মধ্যে অন্যতম মণিপুরী সম্প্রদায়। এ সম্প্রদায়ের ৯৫ শতাংশ নারী তাঁত শিল্পের কাজে নিয়োজিত।

অ.আ.ক
কালনেত্র.সিআর—২৪

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট