বাদল আহমেদ, হবিগঞ্জ প্রতিনিধি◾
হবিগঞ্জের নবিগঞ্জ উপজেলায় ১৯ সেপটেম্বর আনুমানিক ভোর ৬ টার দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত। এবং আহত হয় আরও ১জন।
জানা যায় নবিগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউপির সুজাপুর গ্রামের রাজন মিয়া নবীগঞ্জ পৌরসভার আক্রমণ পুর নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে গুরুতর ভাবে রাজন মিয়া ও আজিজুল রহমান আহত হন, উনাদের অবস্থা আশংকা জনক হওয়াতে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাজন মিয়া মারা যায়। এদিকে রাজন মিয়া’র মৃত্যুর খবরে উনার গ্রামের বাড়ি সুজাপুরে চলছে শোকের মাতম। পাড়া প্রতিবেশী সবাই ভেঙে পড়েছে।
জানা যায়, পরিবারের একমাত্র উপার্জন কারী ছিলেন রাজন মিয়া। মা সহ দুই সন্তান ও স্ত্রী রয়েছে তার পরিবারে!
দ.ক.সিআর-২৪