ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি ঘোষিত "গ্রাহক সেবা মাস" উপলক্ষে গতকাল ২৫ সেপ্টেম্বর চুনারুঘাট শাখার আওতাধীন আসামপাড়া বাজার এজেন্ট আউটলেটের গ্রাহকদের সাথে মত বিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের ফার্স্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও চুনারুঘাট শাখা প্রধান আবু সাদাত মওদুদ আহমদ। এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারী জনাব খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জারুলিয়া দাখিল মাদ্রাসার সুপার জনাব মাওলানা আবদুল মতিন ও হাজী মজলিশ মিয়া একাডেমির সম্মানিত অধ্যক্ষ জনাব শফিকুর রহমান জামাল। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন আসামপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি জনাব জুয়েল আহমেদ খান, ব্যবসায়ী জনাব কামাল আহমেদ এবং চুনারুঘাট শাখার এজেন্ট বিজনেস ডেভেলপমেন্ট অফিসার আরিফুল ইসলাম।
ব্যাংকের এজেন্ট আউটলেটের সম্মানিত গ্রাহকগণ ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ আলোচনা ও প্রশ্নোত্তরে অংশ গ্রহণ করেন এবং ইসলামি ব্যাংক নিয়ে তাদের আবেগ ও অনুভুতি ব্যক্ত করে পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন।
পরিশেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
দ.ক.সিআর—২৪