সাহিত্যপাতা
কবি শফিকুল ইসলাম এর কবিতা অন্তর-আঘাত
যতো বেশি পারো আঘাত করো
থাপ্পড় কিল ঘুষি,
অন্তরের আঘাত দিন কিসে রাত
বারো মাসে পুষি।
আঘাতের ক্ষত দেহে আছে যত
ওষুধ দিয়ে সারে,
অন্তর বিক্ষত ডাক্তার আছে যত
ব্যার্থ বারে বারে।
শত নির্যাতন মেনে নেয় মন
হাসি মুখেতে বরণ,
কথায় অপমান খুনের সমান
বারে বারে হয় স্মরন।
জমা যত পাপ পাব কিনা মাপ
ভাবি একলা ঘরে,
রাতের পর দিন আঘাতের ঋন
একাকার তাড়া করে।
কালনেত্র সাহিত্য পাতা
দ.ক.সিআর—২৪