কালনেত্র প্রতিবেদক◾
সর্বোচ্চ মানের সার্ভিস নিয়ে দেশের প্রতিটি মানুষের অর্থনৈতিক নিরাপত্তাসহ স্বাস্থ্য সেবা সুনিশ্চিত করতে ৫০ বছরের বেশি সময় ধরে শতভাগ বিশ্বস্ত ও আস্থা অর্জনকারী বিশ্বের সর্ববৃহৎ প্রতিষ্ঠান ব্র্যাক, স্ক্যয়ার এবং এপেক্স গ্রুপের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত বাংলাদেশের সর্বাধুনিক জীবনবীমা প্রতিষ্ঠান গার্ডিয়ান লাইফ।
তাছাড়া সমগ্র বাংলাদেশে শুধুমাত্র গার্ডিয়ানই দিচ্ছে ৩৪৫+ হাসপাতালে "ক্যাশলেস ফ্যাসিলিটি-সহ" স্বাস্থ্যবীমা (Health Insurance), সামান্য প্রিমিয়াম দিয়ে যে কোন অসুস্থতাজনিত কারনে গার্ডিয়ান লাইফে বীমাকৃত গ্রাহক হাসপাতালে ভর্তি হলে সর্বনিম্ন ৫০,০০০ এবং সর্বোচ্চ ৫,০০,০০০ টাকার চিকিৎসা সুবিধা নিতে পারবেন।
Critical illness কভারেজ এর আওতায় ক্যান্সার, হার্ট অ্যাটাক, কিডনি ফ্যালইঊরসহ বিভিন্ন জটিল ও কঠিন রোগের জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পেতে পারেন।
এ ছাড়াও পাবেন বিভিন্ন হাসপাতালে যে কোন পরীক্ষা নিরীক্ষার উপর আকর্ষণীয় Discount সুবিধা।
নিরঞ্জন দাস (রিংকু)
এরিয়া ম্যানেজার
গার্ডিয়ান লাইফ ইনসুরেন্স, হবিগঞ্জ।
মোবাইল: ০১৭১২৯৪০১২৩
দ.ক.সিআর—২৪