সাংবাদিক মোঃ জসিম, চুনারুঘাট◾
চুনারুঘাট উপজেলার ৬নং সদর ইউনিয়নের তেলুত্তা গ্রামের ওয়াহিদ আলীর স্ত্রী ৩ অবুজ শিশু সন্তানের মা আছমা আক্তার (২৩) ২২ দিন ধরে নিখোঁজ রয়েছেন।
তিনি গত ৫ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে বাড়ী থেকে চুনারুঘাট বাজারে আসার পর অধ্যাবদি পর্যন্ত বাড়ীতে ফিরেন নাই। নিখোঁজ আছমা আক্তার চুনারুঘাট পৌর শহরের চন্দনা গ্রামের মুজিবুর রহমানের মেয়ে।
আছমা আক্তারের শাশুড়ী ফুলবানু বাদী হয়ে চুনারুঘাট থানায় সাধারণ ডায়েরী করেছেন।
তথ্য ও ছবিঃ সাংবাদিক জসিম।
দ.ক.সিআর-২৪