1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন

চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় পিবিআই এ বদলি, আনুষ্ঠানিক বিদায়-

চুনারঘাট প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৬ বার পড়া হয়েছে

চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ বদলি। শুক্রবার ২৭ সেপ্টেম্বর ছিলো তার চুনারুঘাট থানার শেষ কর্মদিবস। দীর্ঘ প্রায় ৯ মাস চুনারুঘাট থানার দায়িত্ব পালন শেষে শুক্রবার রাতে আনুষ্ঠানিক বিদায় নেন তিনি।

ওসি হিল্লোল রায় একজন মেধাবী ও চৌকস পুলিশ অফিসার ছিলেন। যার নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় চুনারুঘাটে একটি গুলিও হয়নি। এ সময় তিনি অত্যান্ত ধৈর্য এবং বিচক্ষণতার সাথে পরিস্থিতি মোকাবেলা করেছেন। এজন্য তিনি আন্দোলনকারীদের কাছেও প্রিয় অফিসার ইনচার্জ হিসেবে খ্যাতি লাভ করেন। তিনি যেহেতু বৃহত্তম সিলেট অঞ্চলের মানুষ সেই কথা বিবেচনা করে এই এলাকার একটি মানুষও যাতে ক্ষতিগ্রস্ত না হয় এটা তিনি হৃদয় থেকে চেয়েছেন। একটি কথা বারবার বলতেন, আমি এই এলাকারই সন্তান অতএব আমাকে অত্যন্ত সাবধানতার সাথে দায়িত্ব পালন করতে হয়। তিনি আরও বলতেন, আমি কোন মায়ের বুক খালি করতে আসিনি, আমি এসেছি মানুষের জান মালের নিরাপত্তা দিতে।

তাছাড়া ৫ আগস্ট পরবর্তী সময়ে নিজের কৌশল ও মেধা দিয়ে সাহসিকতার সাথে সাম্প্রদায়িক সম্প্রতি সুরক্ষাসহ চুনারুঘাট থানার সকল ধরনের নিরাপত্তায় সচেষ্ট ছিলেন তিনি। সব অফিসাররা নিজের নিরাপত্তার কথা ভেবে থানা থেকে চলে গেলেও তিনি শেষ পর্যন্ত সাহসিকতার সাথে এই কঠিন সময় পার করেছেন চুনারুঘাটেই।

বদলি জনিত বিদায়ের শেষ কর্মদিবসে অফিসার ইনচার্জ হিল্লোল রায় বলেন, চুনারুঘাটে যোগদান করার পর আমি সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে আন্তরিকভাবে সর্বাত্মক চেষ্টা করেছি।
এই দশ মাসেরও কম সময়ে চুনারুঘাটের সামাজিক, রাজনৈতিক, সুশীল সমাজ ও সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা পেয়েছি। যারজন্য সবার প্রতি কৃতজ্ঞ।

 

উপস্থিত সকলেও প্রত্যাশা ব্যক্ত করেন, ওসি হিল্লোল রায়ের নতুন কর্মস্থল যেন সুখের ও আনন্দময় হয়।

ভালো থাকবেন, সুস্থ থাকবেন প্রত্যাশা সকলের।

দ.ক.সিআর-২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট