কবি এম ফজলুর রহমান খালেদ এর কবিতা- গ্রাম বাংলার চাষা
::
আমার দেশের চাষি যারা
সোনার ফসল ফলায়,
মাঠের মাঝে করে চাষ
সারাটি বেলায়।
চাষী ভাইদের কষ্ট দেখে
সা,ব বাবুরা হাসে,
কষ্ট কি ভাই যেমন-তেমন
সোনার অঙ্গ ঘামে ভাসে।
চৈত্র মাসের প্রখর রোদে
চাষ করে ভাই চাষা,
ফসল দেখে তাদের মনে
বাড়ে দ্বীগুণ আশা।
অনেক চাষাই আছে
যাদের ক্ষেত-খামার নেই,
বছর ঘুরে দেনা শোধে
তার গোলাতে শস্য কণা-ও নেই।
এমন চাষাদের মালিকরাই
জোকেঁর মতো চুষে,
তাইতো তাদের দিন-রজনি কাটে
উপোষে -উপোষে ।
_____________
প্রথম প্রকাশ- কবি মহিবুর রহমান জিতু সম্পাদিত “দ্বিমাসিক ষড়ঋতু”তে।
দ.ক ২৪