প্রেস বিজ্ঞপ্তি◾
চুনারুঘাট উপজেলার সর্ব সাধারণ সহ শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের ডেঙ্গু নিয়ে সতর্ক থাকার পরামর্শ প্রদান করছে রেড ক্রিসেন্ট সোসাইটি চুনারুঘাট উপজেলা।
আজ বুধবার (২ অক্টোবর) রেড ক্রিসেন্ট সোসাইটি চুনারুঘাট উপজেলার যুব প্রধান ও নির্বাহী সাইফুর রাব্বি এই সতর্ক নির্দেশনা জারি করেছেন।
নির্দেশনাতে বলা হয়েছে, বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। ফলে শিক্ষার্থীদের আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে। কেননা শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে জমাট পানিতে ডেঙ্গু মশার লার্ভা সহজেই জন্মে। ফলে শিক্ষা প্রতিষ্ঠানের চারপাশ পরিস্কার করা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দায়িত্ব। পাশাপাশি শিক্ষার্থীদেরও তা তদারকি করা, খবর রাখা দায়িত্ব। শিক্ষার্থীদের অবশ্যই মশারি ব্যবহার করে রাতে ঘুমাতে হবে।