মোঃ তোফাজ্জল মিয়া, চুনারুঘাট, হবিগঞ্জ◾
বানভাসিদের মধ্যে ত্রাণ বিতরণ করেন শায়েস্থাগঞ্জ (হবিগঞ্জের) আল আমিন সাঈফী। গতকাল শুক্রবার সকালে লালমনির হাটের কালিগঞ্জ উপজেলার বন্যা কবলিত শৌলমারি তিস্তার পার এলাকায় বন্যা কবলিত মানুষের মাঝে অর্থ শতাধিক উপহার বিতরণ করেন তিনি।
আল আমিন সাঈফী বলেন, দেশের মানুষ যখন বন্যায় কষ্ট পাচ্ছে, মানুষের হাহাকার দেখে, নিজেকে সামলিয়ে রাখার মত মনের অবস্থা ছিলনা।
এ সময় সাথে ছিলেন রংপুরের স্থানীয় গণমাধ্যম কর্মী ও সংগঠক এনামুল হক এনাম, নীলফামারীর ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের যুগ্ম সমন্বয়কারী সেলিম হোসেন শিশির। এনামুল হক বলেন, বন্যা নিয়ে উদারতার পরিচয় দিয়েছেন সিলেট থেকে আসা আল আমিন সাঈফী, আপনারা এই সময়ে মানুষের পাশে যেভাবে দাঁড়ানোর কথা সেই ভাবেই দাড়িয়েছেন। লালমনির হাটের নানা স্থানে যখন বন্যায় মানুষ অসহায় অবস্থায় জীবনযাপন করছে তখন আপনারাসহ অসহায় মানুষের পাশে আরও সামাজিক সংগঠনগুলো দাঁড়ানোর চেষ্টা করেছে, এটা প্রশংসনীয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, স্থানীয় স্বেচ্ছাসেবক তুহিন, রাফি তকি, প্রমুখরা।
দ.ক.সিআর-২৪