ক্রীড়া প্রতিবেদক◾
বাংলাদেশ আজ (রবিবার) গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টি খেলবে ভারতের বিপক্ষে। এই ফরম্যাট থেকে অবসর নেওয়া সাকিব আল হাসান এখন খেলছেন যুক্তরাষ্ট্রের সিক্সটি স্ট্রাইকার্স টুর্নামেন্টে। তারই নেতৃত্বে লস অ্যাঞ্জেলেস ওয়েভস ১৯ রানে হেরেছে নিউইয়র্ক লায়নসের কাছে।
ব্যাটে-বলেও ব্যর্থ ছিলেন সাকিব। এক ওভারে বল করে ১৮ রান দিয়ে ছিলেন উইকেটহীন। ব্যাট হাতে ১৬ বলে ১৩ রান করে আউট হন তাবরাইজ শামসির বলে।
ভারত সফর শেষে বাংলাদেশ মিরপুরে প্রথম টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই টেস্ট খেলে এই ফরম্যাট থেকেও বিদায় নিতে চান সাকিব। কিন্তু সেই সুযোগ কি তিনি পাবেন?
সাকিবের সতীর্থ ও জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েস মনে করেন সেই সুযোগ দেওয়া উচিত তাকে। আজ (রবিবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ইমরুল বললেন, ‘‘সাকিবের মতো খেলোয়াড়কে এমনভাবে বিদায় দেওয়া উচিত যেন শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্ব দেখে যে, একজন কিংবদন্তির বিদায় হল। আমার মনে হয় এটা সবাই চাচ্ছে। আপনিও চাচ্ছেন, আমিও চাচ্ছি। দেশের মানুষও চাচ্ছে। তবে পলিটিক্যাল প্রোটকলের জন্য মনে হয় হচ্ছে না, আমার মনে হয় এটা নিয়ে উপর মহল কাজ করছে। এটা খুব দ্রুত হয়ত সমাধান হয়ে যাবে।’’
বাংলাদেশের তারকা খেলোয়াড়দের বিদায় মাঠ থেকে হয় না। এই সংস্কৃতিটাও চালু করার আকুতি জানালেন বাংলাদেশের হয়ে ৩৯ টেস্ট, ৭৮ ওয়ানডে ও ১৪ টি-টোয়েন্টি খেলা ইমরুল, ‘‘একজন খেলোয়াড় হিসেবে আমি মনে করি, আমাদের একটা ট্রেন্ড থাকা উচিত বা হওয়া উচিত যে একটা সুন্দরভাবে একজন লিজেন্ডারি ক্রিকেটারের বিদায় নেওয়া। কিন্তু আমরা কাউকে দেখি নাই। মাশরাফি ভাইকে দেখি নাই। এর আগে যতগুলো খেলোয়াড় ছিল আমরা দেখি নাই। এই জিনিসটা চালু হওয়া উচিত।’’
দ.ক.সিআর-২৪